• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী

সংগৃহীত ছবি

ভারত

ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২২ জুলাই ২০২২

অবশেষে ভারতের ১৫তম রাষ্ট্রপতি হলেন এনডিএ মনোনীত প্রার্থী দ্রৌপদী মুর্মু। 

দ্রৌপদী রাষ্ট্রপতি নির্বাচনে জিতে দেশের প্রথম আদিবাসী নারী হিসেবে এই পদের দায়িত্ব নেবেন। তিন দফায় গণনা শেষে ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে ভারতের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হন দ্রৌপদী। ভোটে প্রতিদ্বন্দ্বী যশবন্ত সিনহাকে বিপুল ব্যবধানে হারিয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুসারে, রাষ্ট্রপতি পদে জয়ের জন্য প্রয়োজন ছিল ৫ লাখ ৪০ হাজার ৯৯৬ ভোট। সেখানে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী দ্রৌপদী মুর্মু পেয়েছেন ৫ লাখ ৭৭ হাজারের বেশি।

পুরো দেশের নজর যখন দিল্লির দিকে, তখন জানা গেছে, এই খবর। গতকাল বৃহস্পতিবার সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভোটগণনা শেষে চূড়ান্ত ফলাফল সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হলে ২৫ জুলাই শপথ নেবেন নতুন এই নারী রাষ্ট্রপতি। ১৬তম রাষ্ট্রপতি ভোটে বিজয়ী হলেন দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি। কারণ, ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ পরপর দুবার (১৯৫২ এবং ১৯৫৭) নির্বাচনে জয়ী হয়েছিলেন।

এর আগে দিল্লিতে নির্বাচনে দুই রাষ্ট্রপতি প্রার্থী দ্রৌপদী মুর্মু এবং যশবন্ত সিনহার লড়াইয়ে দেশের প্রায় ৪ হাজার ৮০০ জন সংসদ সদস্য ও বিধায়ক ভোট দিয়েছেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন অনুযায়ী, ৭৪৮টি বৈধ ভোটের মধ্যে মুর্মু ৫৪০ ভোট পেয়েছেন এবং যশবন্ত সিনহা পেয়েছেন ২০৮ ভোট।

সংসদ ভবনের ৬৩ নম্বর কক্ষে ভোট গণনা চলছে এবং ভোট গণনার পরই ফলাফল ঘোষণা করা হয়। ৬৩ নম্বর কক্ষের আশপাশের এলাকা ‘নীরব অঞ্চল’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

এদিকে এদিকে দ্রৌপদী মুর্মু জয়ের খবরে সাঁওতালি আদিবাসীদের মধ্যে উৎসবের আমেজ শুরু হয়েছে। তারা তাদের ঐতিহ্যবাহী নৃত্য করে রায়রাংপুর শহরে দ্রৌপদী মুর্মুর বাসভবনের বাইরে।

গত সোমবার সংসদ সদস্য এবং ভারতের সব রাজ্যের বিধায়করা এই ভোটদানে অংশগ্রহণ করেন। ঝাড়খণ্ডের সাবেক গভর্নর দ্রৌপদী মুর্মু এই নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন ক্ষমতাসীন এনডিএর মনোনীত প্রার্থী হিসেবে লড়াই করছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads