• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
ব্যাংক হিসাবের আওতায় আসছেন কারখানা শ্রমিকেরা

সংগৃহীত ছবি

শ্রমশক্তি

ব্যাংক হিসাবের আওতায় আসছেন কারখানা শ্রমিকেরা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৫ এপ্রিল ২০২০

বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সকল শিল্প কারখানার সাধারণ ছুটির মেয়াদ ১১ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি ঘোষণা করা হয়েছে। এ অবস্থায় যাতে শ্রমিকদের বেতনটা দ্রুত ও নিশ্চিতভাবে  পৌছে যায়, সে বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ ব্যাংক।

৮০ শতাংশ রপ্তানি হয়, এমন কারখানার শ্রমিকেরা আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আসছেন। কারণ, এসব কারখানার মালিকেরা যদি সরকারের তহবিল থেকে ঋণ নিয়ে শ্রমিকদের বেতন দিতে চান, তাহলে সব শ্রমিকের ব্যাংক হিসাব বা মোবাইল ব্যাংকিং হিসাব লাগবে। যাঁদের হিসাব নেই, তাঁদের জাতীয় পরিচয়পত্র দিয়ে হিসাব খুলতে হবে। ওই হিসাবেই শ্রমিকের মাসের বেতন জমা হবে। এমন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এই উদ্যোগের মাধ্যমে সব শ্রমিকের নিজের একটি ব্যাংক হিসাব বা মোবাইল ব্যাংকিং হিসাব হবে, যা দেশের আর্থিক অন্তর্ভুক্তিকে এক ধাপ এগিয়ে নেবে বলে মনে করছেন ব্যাংকাররা। ফলে সহজেই জানা যাবে আর্থিক লেনদেনের চিত্র।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads