• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
 সাভার ও আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ

সংগৃহীত ছবি

শ্রমশক্তি

বকেয়া বেতনের দাবি

সাভার ও আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১২ এপ্রিল ২০২০

সাভার ও আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। রোববার সকালে প্রথমে কারখানার প্রধান ফটকের সামনে ও পরে সড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন শ্রমিকরা।

আশুলিয়া শিল্পাঞ্চলের কবিরপুর এলাকার ত্বো-হা টেক্সটাইল কারখানার শ্রমিকরা মার্চ মাসের বেতনের দাবিতে কারখানার প্রধান ফটকের সামনে জড়ো হয়। পরে সেখানেই বিক্ষোভ শুরু করে। বিক্ষোভের এক পর্যায়ে তারা নবীনগর-চন্দ্রা সড়কে অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সরকারি ঘোষণার পর থেকেই বন্ধ ছিল কারখানাটি।

অন্যদিকে, সাভারের তেঁতুলঝোড়ায় রাকিব এ্যাপারেলস নামের আরেকটি পোশাক কারখানার শ্রমিকরা চার মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেন। কারখানার প্রধান ফটকের পর শ্রমিকরা হেমায়েতপুর-সিংগাইর সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।

এসময় পুলিশ এসে শ্রমিকদের সড়ক থেকে তুলে দেয়া চেষ্টা করেন। কারখানাটির দুইটি সেকশন খোলা ছিল। বিক্ষোভের পর থেকে কারখানা অনির্দিষ্টকালে জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads