• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

শ্রমশক্তি

মালয়েশিয়ায় শিগগিরই মিলছে বৈধতার সুযোগ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০১ নভেম্বর ২০২০

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার কার্যক্রম শিগগিরই শুরু হতে যাচ্ছে। করোনাসহ বিভিন্ন পরিস্থিতির শিকার হয়ে দেশটিতে যারা অবৈধ হয়ে পড়েছেন তাদেরকে কীভাবে বৈধতা দেওয়া যায় সে বিষয়ে আলোচনা হচ্ছে।

জানা গেছে অবৈধদের নির্দিষ্ট সময়ের জন্য পাম ও রাবার শিল্পে নিয়োগ দেওয়া হবে। এ প্রক্রিয়া বাস্তবায়নে স্বরাষ্ট্রবিষয়ক, জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় ঘোষণা দিয়েছিল-করোনাকালীন দেশি-বিদেশি যারা চাকরি হারিয়েছেন তারা মাই ফিউচার জবস অনলাইনে নিয়োগ কর্তাকর্তৃক আবেদনের মাধ্যমে স্থানীয়দের পাশাপাশি বিদেশি কর্মীরাও আবেদন করতে পারবেন। এ প্রক্রিয়া আজ থেকে শুরু হবে।

করোনার কারণে অসংখ্য অভিবাসী শ্রমিক কাজ হারিয়ে কঠিন সময় পার করছেন। মালয়েশীয় সরকারের বৈধতা দেওয়ার ঘোষণায় অবৈধ অভিবাসী কর্মীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। দালালদের খপ্পরে যাতে কেউ  না পড়ে আহ্বান জানিয়েছেন প্রবাসীরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads