• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
খালেদার জামিনের বিরুদ্ধে আপিল শুনানি আজ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

সংরক্ষিত ছবি

আইন-আদালত

খালেদার জামিনের বিরুদ্ধে আপিল শুনানি আজ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৪ জুন ২০১৮

অবকাশ ও ঈদের ছুটি শেষে সুপ্রিম কোর্টের নিয়মিত কার্যক্রম শুরু হচ্ছে আজ রোববার। আজই শুনানি হবে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় হত্যা ও নাশকতার অভিযোগে দায়ের করা দুই মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে সরকারের করা আপিলের ওপর। এটি শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় রয়েছে।

আদালত খোলার প্রথম দিনেই প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে এ শুনানি হবে। আপিল বিভাগের রোববারের কার্যতালিকায় সরকারের করা লিভু টু আপিল দুটি ১০ ও ১১ নম্বরের ক্রমিকে রয়েছে। আপিল শুনানি শেষ হলেই জানা যাবে মামলা দুটিতে খালেদা জিয়ার জামিন থাকবে কি না?

গত ৩১ মে দেওয়া আপিল বিভাগের আদেশ অনুযায়ী দুটি লিভ টু আপিল কার্যতালিকায় এলো। ওই দিন দুই মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আদেশ ২৪ জুন পর্যন্ত স্থগিত করেন আপিল বিভাগ। এ সময়ের মধ্যে সরকারকে লিভ টু আপিল করতেও বলা হয়।

গত ২৮ মে কুমিল্লার এ দুই মামলায় খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দিয়েছিলেন বিচারপতি মো. আসাদুজ্জামান ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ। ওই দিনই সরকার জামিন স্থগিত চেয়ে চেম্বার জজ আদালতে গেলে পরদিন শুনানি হয়। এরপর আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জামিন স্থগিত করে ৩১ মে নিয়মিত বেঞ্চে শুনানির দিন নির্ধারণ করেন। এরই ধারাবাহিকতায় শুনানি শেষে আপিল বিভাগ ২৪ জুন পর্যন্ত স্থগিতাদেশ বাড়ান।

সর্বোচ্চ আদালতে নিয়মিত কার্যক্রম সাপ্তাহিক ছুটি, সরকার ঘোষিত ছুটি ও অবকাশ ছুটির কারণে গত ১ জুন থেকে গতকাল শনিবার পর্যন্ত বন্ধ ছিল। অবশ্য এর মধ্যে জরুরি বিষয় নিষ্পত্তির জন্য আপিল বিভাগের চেম্বার জজ আদালত ও ১১টি অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ বিচার কার্যক্রম চলেছে।

অন্যদিকে নিয়মিত কার্যক্রমের জন্য ৫৮টি বেঞ্চ গত বুধবার পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি। নবনিযুক্ত হাইকোর্টের ১৮ বিচারপতির বিচার কাজ পরিচালনাও শুরু হবে আজ থেকে। উভয় বিভাগের নিয়মিত কার্যক্রম শুরু হলে আইনজীবী ও বিচারপ্রার্থীদের পদচারণে মুখরিত থাকবে সর্বোচ্চ আদালত প্রাঙ্গণ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads