• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
হুইপপুত্র শারুনের বিরুদ্ধে মামলার আবেদন

সংগৃহীত ছবি

আইন-আদালত

গুলশানে তরুণীর মৃত্যু

হুইপপুত্র শারুনের বিরুদ্ধে মামলার আবেদন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০২ মে ২০২১

গুলশানে তরুণীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় এবার জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরীর ছেলে নাজমুল করিম চৌধুরী শারুনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলার আবেদন করেছেন ওই তরুণীর ভাই। আজ  রোববার দুপুরে ঢাকার মুখ্য মহানগর আদালতের (সিএমএম) হাকিম মোর্শেদ আল মামুনের কোর্টে আবেদনটি করা হয়। বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ শেষে এ বিষয়ে পরে আদেশ দেওয়ার কথা জানিয়েছেন।

গত ২৬ এপ্রিল সন্ধ্যায় গুলশানের একটি ভবন থেকে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তরুণীর মৃতদেহ উদ্ধারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে শারুনের সঙ্গে ওই তরুণীর কথোপকথনের কিছু স্ক্রিনশট। এসব থেকে ইঙ্গিত পাওয়া যায়, শারুনের সঙ্গে ওই তরুণীর চেনা-জানা ছিল। তাদের মধ্যে প্রায়ই কথা হতো।

মামলার আবেদনে বলা হয়, বিভিন্ন গণমাধ্যম সূত্রে তিনি জানতে পারেন, শাহরুনের সঙ্গে মুনিয়ার প্রেমের সম্পর্ক ছিল। তাদের মধ্যে মনোমালিন্যও হয়। এরই পরিপ্রেক্ষিতে শারুন গুলশানের বাসায় গিয়ে মুনিয়াকে হত্যা করে লাশ ফ্যানের সাথে ঝুলিয়ে রাখেন।

মেয়েটিকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গুলশান থানায় একটি মামলা করেন তার বড় বোন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া শারুন চৌধুরীর সঙ্গে মুনিয়ার কথোপকথনের স্ক্রিনশটের সূত্র ধরে গত ২৭ এপ্রিল বিকেলে একটি সূত্র শারুন চৌধুরীর কাছে তথ্য জানতে চাইলে শারুন বলেন, মুনিয়ার সঙ্গে তার পরিচয় ছিল। গত বছর সে ফেসবুকে তার সঙ্গে যোগাযোগ করে। তবে ফেসবুকে তার সঙ্গে কথোপকথনের যে স্ক্রিনশট ছড়ানো হচ্ছে সেগুলো মিথ্যা দাবি করেন শারুন চৌধুরী।

এ ছাড়া চট্টগ্রামের ব্যাংক কর্মকর্তা আবদুল মোরশেদ চৌধুরীর আত্মহত্যার ঘটনায়ও এই শারুনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বলে সম্প্রতি জানা গেছে।

 

 

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads