• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

আইন-আদালত

শহিদুল হাওলাদার হত্যা মামলায় ২ জনের ফাঁসি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৫ এপ্রিল ২০২২

খুলনা মহানগরীর জোড়াগেটে শহিদুল হাওলাদার হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও বেকসুর খালাস পেয়েছেন তিনজন।

আজ মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এ রায় দেন। এ সময় আসামিরা উপস্থিতিত ছিলেন।

মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন, আশিকুর ও সুমন মল্লিক। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, আ. তালেব ও কালু।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আরিফ মাহমুদ লিটন এ তথ্য নিশ্চিত করে জানান, ২০১৭ সালে ১১ এপ্রিল নগরীর জোড়াগেট এলাকায় শহিদুল হাওলাদারকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় নিহত মা হাজেরা বেগম বাদী হয়ে খুলনা থানায় মামলা করেন। পরে তদন্তকারী কর্মকর্তা ৭ জনকে আসামি করে চার্জশিট দেন। পরে ১৮ জনের সাক্ষ্যের ওপর ভিত্তি করে আদালত আজ মঙ্গলবার এ রায় দিয়েছে।

তিনি আরও জানান, ফাঁসির দণ্ড পাওয়া দুজনকে বিচারক ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads