• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
সরকারি কর্মকর্তাদের বিদেশযাত্রা বন্ধে রিট

সংগৃহীত ছবি

আইন-আদালত

সরকারি কর্মকর্তাদের বিদেশযাত্রা বন্ধে রিট

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০১ আগস্ট ২০২২

সরকারি আদেশ অমান্য করে কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশযাত্রা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। গতকাল রোববার এ এস এম আল সনেট নামের এক ব্যক্তি রিটটি করেন। তার পক্ষের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, সরকারি প্রজ্ঞাপন অমান্য করে একজন মন্ত্রীর পিএস বিদেশে গেছেন। তার মতো অনেক কর্মকর্তাই এভাবে সরকারি আদেশ অমান্য করে বিদেশ যাচ্ছেন।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে এটি শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে জানান সুমন। রিটে কৃষি মন্ত্রণালয়ের সচিব, আইনসচিব, অর্থসচিব ও দুদকের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে। নিষেধাজ্ঞা সত্ত্বেও সরকারি কর্মকর্তাদের অপ্রয়োজনীয়বিদেশ ভ্রমণ বন্ধ করতে বিবাদীদের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয় রিটে।

গত ১২ মে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে বিশেষ প্রয়োজন ছাড়া সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বন্ধের বিষয়ে পরিপত্র জারি করে সরকার।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads