• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

সাহিত্য

কবিতা

  • প্রকাশিত ২৮ নভেম্বর ২০২১

অপেক্ষা

সানজিদা আফরোজ শুভ

 

এত নিষ্ঠুর কেন হও...

কেমন করে এমন মুখ ফিরিয়ে রও...?

জানোতো নিশ্চয়-

প্রতিটাদিন উন্মুখ হয়ে ছুটি

তুমি আসবে সেই’ অপেক্ষায়...

বৈরী অহোরাত্রি আমায়

কাজের স্রোতেই কেবল ভাসায়।

ক্লান্ত অবসন্ন অস্থির

বহু অপেক্ষার শেষে

যখন ঝিম ধরে আসা হাত-পা প্রায় গুটিয়ে আসে...

তখন সবগুলো দিনগুলো পার হয়ে

যদিওবা তুমি আসো-

হাজারটা জমে থাকা কাজের ভিড়ে একটুও আমাকে সময় দাওনা...। আমার দিকে ফিরেও চাওনা...

কিছু বুঝতে না’বুঝতেই দেখি-

....তুমি চলে গেছো।

....আর আমি ঘোর লাগা চোখে

অন্য সব দিনগুলোর তাড়া খেয়ে

ছুটে চলেছি উদ্ভ্রান্তের মত;

-আবার তুমি আসবে বলে।

তুমি যেন অঞ্জলিতে জমানো জল...

অলক্ষ্যে ঝরে যাও আঙুলের ফাঁক গলে।

তবুও আশা জাগানিয়া মন নিয়ে...

আমি নিত্যদিনের ঘুর্ণি-পাকে ঘুরি-

আর অপেক্ষা করি;

আমার বহু আকাঙ্ক্ষার

‘একটা দিনের ছুটি’

তোমার তরে অহর্নিশি

হন্যে হয়ে ছুটি...।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads