• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯

সাহিত্য

আশরাফুল ইসলামের 'ছাদে ওঠা নিষেধ'

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৪ ফেব্রুয়ারি ২০২২

তার জগৎ রঙ-তুলির। আঁকিবুকি নিয়েই কাটে সারাবেলা। তিনি রঙ-তুলিতে গল্প বলেন৷ কাগজ কিংবা ক্যানভাসে ফুটিয়ে তোলেন আটপৌরে জীবন। প্রচ্ছদশিল্পী হিসেবেও বেশ পরিচিতি আছে তার৷ একজন চিত্রশিল্পী যখন গল্প কিংবা উপন্যাসের প্লট নির্মাণ করেন, তখন সেটা কেমন হয়? এটা জানার জন্য পড়তে হবে আশরাফুল ইসলামের বইগুলি।

আশরাফুল ইসলাম পেশায় একজন শিক্ষক, নেশায় একজন চিত্রশিল্পী। তবে লেখালেখিতেও তার দক্ষতা দারুণ৷ তার গল্প কিংবা উপন্যাস পাঠকপ্রিয়তা পেয়েছে বেশ। ২০২২ বইমেলায় চমনপ্রকাশ থেকে প্রকাশিত হয়েছে আশরাফুল ইসলামের রহস্য গল্পের বই- ছাদে ওঠা নিষেধ। এর আগে ২০১৮ সালে চমনপ্রকাশ থেকে গল্পগ্রন্থ 'নিষিদ্ধ আঁধার', ২০১৯ সালে দেশ পাবলিকেশন্স থেকে উপন্যাস 'আকাশবালিকা, ২০২০ সালে বাংলাদেশ রাইটার্স গিল্ড থেকে প্রকাশিত গল্পগ্রন্থ 'ধীরে নামে সন্ধ্যা', এবং ২০২১ সালে পরিবার পাবলিকেশন্স থেকে প্রকাশিত উপন্যাস 'রূপন্তী এক্সপ্রেস' পেয়েছে দারুণ পাঠকপ্রিয়তা।

অনলাইন বুকশপ রকমারি ডট কমে পাওয়া যায় আশরাফুল ইসলামের সকল বই। এছাড়া বইমেলার স্ব স্ব প্রকাশনীর স্টলে তো রয়েছেই।

আশরাফুল ইসলামের নতুন গল্পগ্রন্থ 'ছাদে ওঠা নিষেধ' বরাবরের মতোই পাঠকপ্রিয়তা পাবে- এটাই লেখকের প্রত্যাশা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads