• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

সাহিত্য

অপরাজিত সাহিত্য পুরস্কার-২০২২ প্রদান

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০১ এপ্রিল ২০২২

সাহিত্য ভাবনার ছোটকাগজ অপরাজিত কর্তৃক ‘অপরাজিত সাহিত্য পুরস্কার-২০২২’ প্রদান করা হয়েছে। রাজধানী ঢাকার এলিফ্যান্ট রোডে অবস্থিত বুকশপ কবিতা ক্যাফেতে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান হয়। সাহিত্যের বিভিন্ন শাখায় মোট ৮ জন কবি, সাহিত্যিকের হাতে এ বছরের অপরাজিত সাহিত্য পুরস্কার তুলে দেওয়া হয়। তারা হলেন- কবিতায় শিহাব শাহরিয়ার, কথাসাহিত্যে সোনালী ইসলাম, প্রবন্ধে হাসিদা মুন, ছোটকাগজ সম্পাদনায় তৌফিক জহুর এবং প্রকাশনায় কথাপ্রকামের কর্ণধার মিজান রহমান। এছাড়াও ‘অপরাজিত প্রজন্ম সাহিত্য পুরস্কার হিসেবে কবিতায় এলিজা খাতুন, ছোটগল্পে শফিক হাসান ও উপন্যাসে সন্তোষ কুমার শীলকে এ পুরস্কার প্রদান করা হয়।

প্রথম দশকের উজ্জল কবি ও গদ্যকার মামুন রশীদের সার্বিক পরিকল্পনায় এবং কবি নুসরাত সুলতানার উপস্থাপনায় অপরাজিত’র নির্বাহী সম্পাদক লতিফ আদনানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি মাহমুদ কামাল, সাইফুল্লাহ মাহমুদ দুলাল, অনিকেত শামীম, কথাসাহিত্যিক মনি হায়দার ও কবি শিবলী মোকতাদির। সবশেষে অপরাজিত ছোটকাগজের সম্পাদক নাহিদ হাসান রবিনের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

উল্লেখ্য পুরস্কারপ্রাপ্ত কবি-লেখকদের হাতে ক্রেস্ট, সনদপত্র, উত্তরীয় ও উপহার চেক তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিগণ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads