• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
এক মাসের জন্য ড্রোন ব্যবহার নিষিদ্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্য

এক মাসের জন্য ড্রোন ব্যবহার নিষিদ্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৪ জানুয়ারি ২০২২

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সম্প্রতি আবুধাবিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর প্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাত এক মাসের জন্য ড্রোন ব্যবহার নিষিদ্ধ করেছে।

সরকারি বার্তা সংস্থা ডাব্লিউএএম শনিবার জানিয়েছে, "স্বরাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে ড্রোন ও হালকা ক্রীড়া বিমান সহ ড্রোনের মালিক, অনুশীলনকারী ও অনুরাগীদের জন্য সকল উড্ডয়ন কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে।"  

কেউ এই সময়ে এ ধরণের ক্রিয়াকলাপ সম্পাদন ও নির্দেশনা উপেক্ষা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। নিষেধাজ্ঞা এক মাস বহাল থাকবে।

সাম্প্রতিক মারাত্মক হামলার উল্লেখ না করে মন্ত্রণালয় বলেছে, সম্প্রতি ড্রোনের অপব্যবহার পরিলক্ষিত হওয়ায় এই নির্দেশনা দেয়া হয়েছে। যেস্থানে এ ধরণের কার্যকলাপ চালানোর বিধিনিষেধ রয়েছে সেখানে ব্যবহারকারীদের অনুপ্রবেশ করতে দেখা গেছে।

যাদের কাজের জন্য ড্রোন উড়াতে হবে তাদের অবশ্যই কর্তৃপক্ষের কাছে প্রয়োজন উল্লেখ করে অনুমতি নিতে হবে।

গত সোমবার হুথি বিদ্রোহীদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির তেল স্থাপনা ও বিমানবন্দরে আঘাত করলে ৩ জনের প্রাণহানি ঘটে ও ৬ জন আহত হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads