• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
ইসরায়েলি বাহিনীর গুলিতে আল-জাজিরার সাংবাদিক নিহত

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্য

ইসরায়েলি বাহিনীর গুলিতে আল-জাজিরার সাংবাদিক নিহত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১১ মে ২০২২

অধিকৃত পশ্চিম তীরে সংবাদ সংগ্রহের সময় আল-জাজিরার এক নারী সাংবাদিক গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

এ সময় জেরুজালেম ভিত্তিক কুদস পত্রিকার আলি সামুদি নামে আরেক সাংবাদিক পিঠে গুলিবিদ্ধ হয়েছেন। তবে, কতার অবস্থা স্থিতিশীল রয়েছে।

ফিলিস্তিনের রামাল্লা থেকে আল জাজিরার নিদা ইব্রাহিম জানিয়েছেন, সম্ভবত জেনিন শহরের কাছে ইসরায়েলি অভিযান কভার করার সময় বুধবার (১১ মে) দিনের শুরুতে শিরিন আবু আকলেহ নামে ওই নারী সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়।

তিনি বলেন, আমরা এখন যা জানি তা হল ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় শিরিন আবু আকলেহ'র মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তিনি জেনিনে ইসরাইলি বাহিনীর কর্মকাণ্ড কভার করছিলেন। দখলকৃত পশ্চিম তীরের উত্তরে একটি শহরে বুধবার ইসরায়েলি অভিযান কভার করার সময় তিনি মাথায় গুলিবিদ্ধ হন।

তিনি আরও বলেন,তার এমন মৃত্যুতে আমরা সবাই খুবই মর্মাহত। এ ঘটনা আমাদের জন্য একটি বড় ধাক্কা।

নিদা ইব্রাহিম বলেন, আবু আকলেহ একজন ‘খুবই সম্মানিত’ সাংবাদিক ছিলেন। যিনি ২০০০ সালে দ্বিতীয় ফিলিস্তিনি ইন্তিফাদার শুরু থেকে আল-জাজিরার সঙ্গে কাজ করছেন।

যুক্তরাজ্যে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত হুসাম জোমলট এক টুইট বার্তাায় লিখেছেন, ‘আজ সকালে জেনিনে তাদের বর্বরতা কভার করার সময় ইসরায়েলি দখলদার বাহিনী আমাদের প্রিয় সাংবাদিক শিরিন আবু আকলেহকে হত্যা করেছে। শিরিন ছিলেন  বিশিষ্ট ফিলিস্তিনি সাংবাদিক এবং একজন ঘনিষ্ঠ বন্ধু। এখন আমরা যুক্তরাজ্য সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ‘উদ্বেগ’ শুনব। ’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads