• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

ছবি: বাংলাদেশের খবর

জাতীয়

৪৭ বছর পর উদ্ধার হলো পরিত্যক্ত ট্যাঙ্ক

  • রংপুর ব্যুরো
  • প্রকাশিত ০৬ মে ২০১৮

স্বাধীনতার ৪৭ বছর পর উদ্ধার করা হলো মুক্তিযুদ্ধের সময় রংপুরের পীরগঞ্জ উপজেলার করতোয়া নদীতে আটকে পড়া মিত্রবাহিনীর পরিত্যক্ত ট্যাঙ্কটি। শুক্রবার গভীর রাতে রংপুরের পীরগঞ্জ উপজেলার টুকুরিয়া ইউনিয়নের করতোয়া নদী থেকে ট্যাঙ্কটি উদ্ধার করা হয়।

করতোয়া নদীতে পানি কমে যাওয়ায় সপ্তাহখানেক আগে স্থানীয় বালু ব্যবসায়ীরা নদী থেকে বালু উত্তোলন করার সময় নিচ থেকে ট্যাঙ্কটির কিছু অংশ বের হয়ে আসে। রংপুরের জেলা প্রশাসক এনামুল হাবীবসহ রংপুর সেনানিবাসের সদস্যরা স্থানটি পরিদর্শন শেষে ট্যাঙ্কটি উদ্ধারের উদ্যোগ নেন। শুক্রবার বিকালে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে শুরু হয় ট্যাঙ্ক উদ্ধারের কার্যক্রম। ভারী যন্ত্রপাতির সাহায্যে গভীর রাতে নদীতে বালুর নিচে আটকে থাকা ট্যাঙ্কটি উঠিয়ে আনতে সক্ষম হন তারা।

স্থানীয়দের দাবি, ১৯৭১-এ স্বাধীনতাযুদ্ধে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করতে মিত্রবাহিনীর ট্যাঙ্কসহ বেশ কিছু সাঁজোয়া যান ৮ ডিসেম্বর দিনাজপুর হয়ে রংপুরের পীরগঞ্জ উপজেলায় করতোয়া নদী পার হওয়ার সময় ট্যাঙ্কটি নদীর চোরাবালিতে আটকা পড়ে। সে সময় উদ্ধারের সব চেষ্টা ব্যর্থ হলে ভারতীয় সেনারা ট্যাঙ্কটি সেখানে রেখেই চলে যান। তখন থেকে ট্যাঙ্কটি নদীর ওই স্থানেই বালুর নিচে পরিত্যক্ত অবস্থায় ছিল। তবে ট্যাঙ্কটির বেশ কিছু অংশ এরই মধ্যে চুরি হয়ে গেছে বলে ধারণা স্থানীয়দের।

রংপুরের জেলা প্রশাসক এনামুল হাবীব শনিবার সাংবাদিকদের জানান, আমরা স্থানীয়ভাবে ট্যাঙ্কটি উদ্ধার করেছি। ট্যাঙ্কটি রংপুরে নিয়ে আসার ব্যবস্থা করছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads