• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
কোটা আন্দোলনের নেতা রাশেদ খাঁন গ্রেফতার

কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক রাশেদ খাঁন

সংগৃহীত ছবি

জাতীয়

কোটা আন্দোলনের নেতা রাশেদ খাঁন গ্রেফতার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০১ জুলাই ২০১৮

রাজধানীর শাহবাগ থানায় তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক রাশেদ খাঁনকে শাহবাগ থানার একটি আইসিটি মামলায় আটক করা হয়েছে।

শাহবাগ থানার ওসি আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, থানায় রাশেদ খাঁনের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা রয়েছে। এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

রোববার দুপুরে সাড়ে ১২টার দিকে তার মিরপুরের বাসা থেকে তাকে তুলে নেয়া হয়। এবিষয়ে কোটা আন্দোলনের কেন্দ্রীয় নেতা ফারুক হাসান জানান, মিরপুর-১৪ এর মজুমদার মোড়ের ১২ নম্বর বাসা থেকে রাশেদকে তুলে নিয়ে গেছে ডিবি। আমরা ডিবির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।

এর আগে শনিবার বেলা ১১টার দিকে পূর্বঘোষিত সংবাদ সম্মেলনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা কোটা সংস্কার আন্দোলনকারীদের মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। ওই হামলায় গুরুতর আহত হয় কমপক্ষে ৫/৬ জন আন্দোলনকারী।

ঐ হামলার প্রতিবাদে রোববার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া দেশের সব বিশ্ববিদ্যালয় ও বড় কলেজে মানববন্ধন এবং সোমবার সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভের ডাক দেয় সংঘটনটি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads