• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
বাংলাদেশে করোনায় মৃত্যুর সংখ্যা অর্ধশত ছাড়াল

সংগৃহীত ছবি

জাতীয়

বাংলাদেশে করোনায় মৃত্যুর সংখ্যা অর্ধশত ছাড়াল

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৫ এপ্রিল ২০২০

করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ২১৯ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৩১ জনে। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৪ জনের। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে।

আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে নিজের বাসা থেকে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এর আগে ব্রিফিংয়ের শুরুতে স্বাস্থ্যমন্ত্রী সিলেটে করোনায় আক্রান্ত হয়ে ডা. মঈন উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন বলে জানান মন্ত্রী।

তিনি আরও জানান, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন সাতজন। মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো ৪৯ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৭৪০টি নমুনা পরীক্ষা করা হয়।

বাংলাদেশে ৮ মার্চ প্রথম তিনজন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছিল। ১৮ মার্চ একজনে মৃত্যুর খবর জানানো হয়। অর্থাৎ ২৮ দিনের মাথায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে অর্ধশতকে।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads