• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

জাতীয়

রোহিঙ্গা ইস্যু

ভাসানচরে জাতিসংঘ প্রতিনিধিদল

  • কূটনৈতিক প্রতিবেদক
  • প্রকাশিত ১৮ মার্চ ২০২১

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যা, ধর্ষণ ও নির্যাতনে পালিয়ে আসা রোহিঙ্গাদের পরিস্থিতি পর্যবেক্ষণে ভাসানচর পরিদর্শনে গেছেন জাতিসংঘের একটি প্রতিনিধিদল। গতকাল বুধবার দুপুরে প্রতিনিধিদলটি ভাসানচর পৌঁছায় বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করে।

উল্লেখ্য, গত বছর থেকেই জাতিসংঘের এই প্রতিনিধিদলটি ভাসানচর পরিদর্শনের প্রস্তাব দিয়ে আসছে। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তুতি না থাকায় তাদের অনুমতি দেওয়া হয়নি। জাতিসংঘ প্রতিনিধিদলে ১৮ জন সদস্য রয়েছেন। তারা সেখানে তিন দিন অবস্থান করবেন। ভাসানচরে রোহিঙ্গাদের সুযোগ-সুবিধার পাশাপাশি সমস্যাগুলোও পর্যবেক্ষণ করবেন। ভাসানচরে রোহিঙ্গা পুনর্বাসনের শুরু থেকেই জাতিসংঘ বলে আসছে, সেখানে রোহিঙ্গাদের পরিস্থিতি দেখার পর তারা একটি মূল্যায়ন প্রতিবেদন তৈরি করবে। সেই প্রতিবেদনেই তাদের চূড়ান্ত মতামত প্রতিফলিত হবে।

এদিকে জাতিসংঘ প্রতিনিধিদলের সফর নিয়ে বাংলাদেশ সরকার বা জাতিসংঘ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। এর আগে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) একটি প্রতিনিধিদল ভাসানচর পরিদর্শন করে রোহিঙ্গাদের পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেছিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads