• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

জাতীয়

আরমানিটোলায় কেমিক্যাল গোডাউনে আগুন : নিহত ১, আহত ২০

  • প্রকাশিত ২৩ এপ্রিল ২০২১

রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় একটি ছয়তলা ভবনের নিচতলায় কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৫টি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ১৮ মিনিটে ভবনটির নিচতলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহফুজ রিবেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির গণমাধ্যমকে জানান, ভবনটি থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হতাহত বাড়তে পারে।

ফায়ার সার্ভিস বলছে, অগ্নিকাণ্ডের ঘটনায় ভোর সোয়া পাঁচটা পর্যন্ত ২০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহফুজ রিবেন বলেন, পুরান ঢাকার বাবুবাজার ব্রিজের পাশে আরমারিটোলায় একটি ৬ তলা আবাসিক ভবনের নিচতলায় আগুন লাগার খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ শুরু করে। এরপর আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় আরও ৩টি ইউনিট যুক্ত হয়। এর কিছুক্ষণ পরে আরও ৪টি ইউনিট যুক্ত হয়েছে। এখন মোট ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ, র‍্যাব ও স্বেচ্ছাসেবীরা।

এদিকে, ঘটনাস্থল পরিদর্শনে ভোর ৫টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন উপস্থিত হয়েছেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনটির নিচতলায় কেমিক্যাল গোডাউনের গোডাউন থাকায় আগুনের তীব্রতা বাড়ছে। ভবনের দোতলা থেকে পাঁচতালা পর্যন্ত লোকজন বসবাস করে। ভবনের ছাদে ‌কিছু লোক আটকা পড়েছে। বাড়ির উপরের লোকজনকে উদ্ধারে ল্যাডার ইউনিট যুক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads