• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
দেখা দিতে পারে অক্সিজেন সংকট

সংগৃহীত ছবি

জাতীয়

দেখা দিতে পারে অক্সিজেন সংকট

  • ইমরান আহমদ, সিলেট
  • প্রকাশিত ২৭ এপ্রিল ২০২১

সিলেটে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সেইসাথে বাড়ছে অক্সিজেনের চাহিদাও। সিলেট বিভাগের করোনা আক্রান্তদের একমাত্র ডেডিকেটেড চিকিৎসা কেন্দ্র শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতাল রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। সাথে হাসপাতালে অক্সিজেন সংকটের শঙ্কাও দেখা দিয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এ হাসপাতালে অক্সিজেন সরবরাহ করা হয়ে থাকে, কিন্তু ভারতে অক্সিজেন সংকট থাকায় এমন শঙ্কা বিরাজ করছে সংশ্লিষ্টদের মাঝে। তবে শামসুদ্দিন হাসপাতালে চাপ কমাতে সিলেট বিভাগের আরেক চিকিৎসাকেন্দ্র ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কয়েকটি বেড ও আইসিইউ করোনা রোগীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

সিলেট বিভাগের একমাত্র করোনা ডেডিকেটেডদের চিকিৎসা জন্য শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালে রয়েছে মাত্র ১শটি শয্যা। কিন্তু গত কয়েকদিন থেকে শতাধিক বা তার কাছাকাছি করোনা আক্রান্তের সংখ্যা বাড়লে বিপাকে পড়ে সিলেটের স্বাস্থ্য বিভাগ। পরে কেন্দ্রের সাথে আলোচনা সাপেক্ষে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের জন্য আরও ২শ শয্যার আইসোলেশন তৈরি করা হয়। সাথে সাথে ১৮টি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) বেডও প্রস্তুত রাখার সিদ্ধান্ত হয়। ইতোমধ্যে ৮টি আইসিইউ চালু হয়েছে। বাকি ১০টি দ্রুত প্রস্তুত হচ্ছে বলেও জানান সংশ্লিষ্টরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads