• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯

জাতীয়

খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত: ডা. জাহিদ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৫ মে ২০২১

রাজধানীর বসুন্ধরা এলাকায় এভারকেয়ার হাসপাতালে করোনারী কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

মঙ্গলবার (৪ মে) রাত সাড়ে ৯টার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে উপস্থিতি সাংবাদিকদের তিনি এ কথা জানান।

অধ্যাপক জাহিদ বলেন, সোমবার (৩ মে) ও মঙ্গলবার উনার (খালেদা জিয়া) যে সব পরীক্ষা করানো হয়েছিল সেগুলো রিভিউ করেছেন মেডিক্যাল বোর্ডের সদস্যরা। কিছু পরিমাণ ট্রিটম্যান্ট অ্যাডজাস্টমেন্ট করেছেন এবং সেই অনুযায়ী উনার চিকিৎসা চলছে।

তিনি বলেন, আমি কিছুক্ষণ আগেও উনার সঙ্গে দেখা করে এসেছি। একজন সিসিইউ’র রোগীর সঙ্গে তো সামনে গিয়ে কথা বলা যায় না, দূর থেকে দেখতে হয়। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি সোমবার যে অবস্থায় ছিলেন, এখনও উনি সেই অবস্থাতে আছেন।

দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তির জন্য দোয়া করার অনুরোধ জানান তার এই চিকিৎসক বিএনপির ভাইস চেয়ারম্যান।

৩ মে সকালের দিকে শ্বাসকষ্ট অনুভব করলে চিকিৎসকরা বিকেলে খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর করেন।

এভারকেয়ার হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড মঙ্গলবার দুপুরে খালেদা জিয়ার পরীক্ষা-নিরীক্ষাগুলো পর্যালোচনা করেন।

গত ২৭ এপ্রিল গুলশানের ওই হাসপাতালে ভর্তির পর দিনই এই মেডিক্যাল বোর্ড গঠন করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads