• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

জাতীয়

ঈদ বিনোদনে হারাল স্বাস্থ্যবিধি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৫ মে ২০২১

ঈদের দিন বিকালে ঢাকার আকাশ ছিল নির্মল; সেই সুযোগে একটু প্রশান্তি খুঁজতে রাজধানীর বিভিন্ন লেক, পার্ক, খোলা জায়গা বেছে নিয়েছিলেন মানুষ।

তবে সব জায়গাতেই উপেক্ষিত হয়েছে স্বাস্থ্যবিধি। অনেকেই মাস্ক ঝুলিয়েছেন থুতনিতে। কেউ কেউ মাস্ক ছাড়াই ঘুরে বেড়িয়েছেন। দলবেঁধে ঘোরাঘুরি, আড্ডা দেওয়া তো ছিলই। যারা একটু সতর্ক, ভিড়তে বাড়তে শুরু করলে তারা ধরেছেন বাড়ির পথ।

মহামারীর কারণে চিড়িয়াখানা, শিশুপার্কসহ অন্যান্য বিনোদনকেন্দ্র বন্ধ থাকায় উন্মুক্ত হাতিরঝিল, চন্দ্রিমা উদ্যান, ধানমণ্ডি লেক, সোহরাওয়ার্দী উদ্যান ও আগারগাঁও নির্বাচন কমিশন ভবনসংলগ্ন ফাঁকা জায়গা হয়ে উঠেছিল ঈদের দিনে রাজধানীর বিনোদনপিয়াসী মানুষের অন্যতম গন্তব্য।

লোকজনের আনাগোনা বাড়তে থাকায় দুপুরের পর থেকেই আরোহী নিয়ে অনবরত ছুটেছে ঝিলের ছোট জলযানগুলো; শাটলবাসগুলোও ঘুরেছে বিরামহীন। হাতিরঝিলের রাস্তা, সেতু, লেকের চারপাশেও ছিল মানুষের ভিড়। কেউ ব্যক্তিগত গাড়িতে, কেউ মোটরসাইকেল-অটোরিকশায় চড়ে বন্ধু-স্বজন ও পরিবারের সদস্যদের নিয়ে ছুটে আসেন এসেছিলেন। অনেকে ভাড়া করা পিকআপ ভ্যান নিয়েও চলে এসেছেন দলবেঁধে।

সারাদিন গাছের ছায়ায়, বেঞ্চিতে, ফুডকোর্টের টেবিলে কিংবা ওয়াকওয়ের ঢালে বসে দর্শনার্থীরা নির্মল পরিবেশ উপভোগ করতে থাকলেও বিকাল নাগাদ পাল্টে যায় দৃশ্যপট। হাজার হাজার দর্শনার্থীর ভিড় আর কোলাহলে গমগম করতে থাকে পুরো এলাকা। কয়েক লেনে বিভক্ত সড়কগুলোর মোড়ে মোড়ে দেখা দেয় যানজট।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads