• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

জাতীয়

ঈদের দ্বিতীয় দিনেও বাড়ি ফিরছে মানুষ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৫ মে ২০২১

করোনা ভীতি ও লকডাউনের কারণে যারা আগে যেতে পারেননি আজ তাদের একাংশ নেমেছেন সড়কে, বাড়ির পথ ধরার উদ্দেশ্যে।

ঈদুল ফিতরের দ্বিতীয় দিনেও বাড়ি ফেরা মানুষ রয়েছে সড়কে। গাজীপুরের টঙ্গী, স্টেশন রোড, চেরাগআলী, বোর্ড বাজার, মালেকের বাড়ী, চান্দনা চৌরাস্তা, চন্দ্রা, কালিয়াকৈর, শ্রীপুরের মাওনা বাসস্ট্যান্ডে ঘুরে দেখা যায় অনেকেই গ্রামের বাড়িতে যেতে বাসস্ট্যান্ডে আসছেন।

তারা জানান, ইচ্ছা থাকা সত্ত্বেও বিভিন্ন কারণে ঈদের আগে নিজ এলাকায় যেতে পারেননি। পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের এক নজর দেখতে তাই গাড়ি ধরতে সড়কে এসেছেন তারা।

সরকারি নিষেধাজ্ঞার কারণে সড়কে দূরপাল্লার বাস নেই। তাই নানাভাবে গাড়ি বদল করে করে, কখনো বা হেঁটেই যেতে হচ্ছে তাদের।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads