• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
লকডাউনে দুশ্চিন্তায় প্রবাসীকর্মীরা

সংগৃহীত ছবি

জাতীয়

লকডাউনে দুশ্চিন্তায় প্রবাসীকর্মীরা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩০ জুন ২০২১

সাত দিনের জন্য সারা দেশে সর্বাত্মক লকডাউন শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার থেকে। এই কঠোর লকডাউনে জরুরি সেবার আওতাভুক্ত ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারবে না। এ সময়ে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ না করার পক্ষে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। কিন্তু যেসব প্রবাসীকর্মী বিদেশে যাওয়ার আগে করোনা টেস্ট করাবেন, ফ্লাইটের টিকিট রি-ইস্যু করবেন, বিমানবন্দরে যাবেন, আবার যারা দেশে আসবেন, তারা কীভাবে থেকে বাড়িতে ফিরবেন-এসব নিয়ে সুনির্দিষ্ট ঘোষণা না আসায় চরম দুশ্চিন্তায় পড়েছেন তারা।

অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন, দেশের স্বার্থে বিদেশগামী কর্মীদের এবং তাদের সেবা প্রদানের জন্য সীমিত পরিসরে হলেও বিএমইটি, পাসপোর্ট অফিস ও রিক্রুটিং এজেন্সিকে লকডাউনের আওতাবহির্ভূত রাখা প্রয়োজন। একই সঙ্গে প্রয়োজন তাদের চলাচলে জন্য যানবাহন বিষয়ে ব্যবস্থা নেওয়া।

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামীকাল ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত সর্বাত্মক লকডাউন দেওয়া হবে। লকডাউন চলাকালে কোনো মুভমেন্ট পাস থাকবে না। করোনায় বিধিনিষেধ প্রতিপালনে পুলিশের পাশাপাশি বিজিবি ও সেনা টহল থাকবে। জরুরি সার্ভিসে কর্মরতদের ছাড়া কাউকেই ঘরের বাইরে আসতে দেওয়া হবে না।

বেবিচক সূত্রে জানা গেছে, প্রবাসীকর্মীদের কাজে ফেরা নিশ্চিত করতে লকডাউনের সময়ে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ না করার পক্ষে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। একইসঙ্গে বিভিন্ন জেলা থেকে প্রবাসীকর্মীদের দ্রুত ঢাকায় আসার জন্য সীমিত পরিসরে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চালুর পক্ষে সুপারিশ করেছে বেবিচক। তবে সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তই বাস্তবায়ন করবে বেবিচক। সৌদি আরবে যেতে হলে এখন একজন প্রবাসীকর্মীকে ৭২ ঘণ্টা আগে এয়ারলাইনস অথবা ট্রাভেল এজেন্সির অফিসে টিকিট রি-ইস্যুর পাশাপাশি কোয়ারেন্টাইনের হোটেল বুক করতে হয়। একই সঙ্গে দেশটিতে পৌঁছানোর ৭২ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষা করতে হচ্ছে। বেশিরভাগ প্রবাসীকে ঢাকায় এসে এসব প্রক্রিয়া সম্পন্ন করতে হচ্ছে। সৌদি আরবগামী প্রবাসীকর্মীদের প্রশ্ন, লকডাউনে ট্রাভেল এজেন্সির অফিস খোলা থাকবে তো? যান চলাচল না করলে তারা কীভাবে যাতায়াত করবেন? এ সময়ে পথে আইনশৃঙ্খলা বাহিনীকে কীভাবে নিশ্চিত হবে তিনি প্রবাসীকর্মী, টিকিট বুকিং কিংবা করোনা পরীক্ষার জন্য যাতায়াত করছেন?

৩০ মে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিদেশ গমনেচ্ছু কর্মীদের পাসপোর্টের মেয়াদ ৬ মাসের কম থাকলে বিমানের টিকিট ইস্যু না করার বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য বলা হয়েছে। তাই পাসপোর্টের মেয়াদ ৬ মাসের কম থাকলে দ্রুততম সময়ের মধ্যে পাসপোর্ট নবায়ন বা নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে বিদেশ গমনেচ্ছু কর্মীদের তাগিদ দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সরকারের এ নির্দেশনায় নতুন করে ভোগান্তি বেড়েছে প্রবাসীকর্মীদের। যাদের পাসপোর্টের মেয়াদ ৬ মাসের কম, তারা এখন ছুটছেন পাসপোর্ট অফিসে, লকডাউনে পাসপোর্ট অফিস বন্ধ থাকলে অনেক প্রবাসী কর্মী ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে পাসপোর্ট না পাওয়ার কারণে বেকার হবেন।

রিক্রুটিং এজেন্সি ওয়েলফেয়ার অর্গানাইজেশন অফ বাংলাদেশের (রাওব) সভাপতি ফখরুল ইসলাম বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশব্যাপী লকডাউন হবে, জনগণের স্বার্থে সরকারের এ সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি। তবে ইতোমধ্যে কয়েক হাজার কর্মী তাদের ভিসা, এয়ার টিকিট, ইন্স্যুরেন্স, কোয়ারেন্টাইনের জন্য অফেরতযোগ্য হোটেল বুকিং নিশ্চিত করে শুধু ফ্লাইটের দিনক্ষণের জন্য অপেক্ষায় আছেন। অধিকন্তু হাজার হাজার কর্মীর অনেকের ভিসা স্ট্যাম্পিং, অনেকের আবার বহির্গমন ছাড়পত্রও (স্মার্ট কার্ড) সম্পন্ন করা হয়েছে। আমরা আশা করছি, প্রবাসী কর্মীদের স্বার্থে আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে। একইসঙ্গে এ সেক্টরকে জরুরি সেবা খাত হিসাবে বিবেচনায় নিয়ে লকডাউনের আওতামুক্ত রাখতে হবে। বিদেশগামী প্রবাসীকর্মীরা ও সংশ্লিষ্টরা স্বাস্থ্যবিধি মেনে এয়ারপোর্টসহ প্রয়োজনীয় জায়গায় যাতায়াত করতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করা দরকার। দেশের স্বার্থে বিদেশগামী কর্মীদের এবং তাদের সেবা প্রদানের জন্য সীমিত পরিসরে হলেও বিএমইটি, পাসপোর্ট অফিস ও রিক্রুটিং এজেন্সিকে লকডাউনের আওতাবহির্ভূত রাখার দাবি আমরা জানাচ্ছি।

এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, প্রবাসীদের বিষয়টি গুরুত্বসহ আন্তঃমন্ত্রণালয় সভায় উপস্থাপন করা হয়েছে। প্রবাসী কর্মীদের ফ্লাইট চালু, যাতায়াত ও তাদের সেবার বিষয়গুলো নিশ্চিত করতে সকল সংস্থার সহায়তা যেন মাঠ পর্যায়ে থাকে সে বিষয়ে সুপারিশও করা হয়েছে। আমরা আশা করছি, প্রজ্ঞাপনে এ বিষয়গুলো নির্দেশনা আকারে আসবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads