• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

জাতীয়

নোয়াখালীতে ১৪৪ ধারা জারি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৬ অক্টোবর ২০২১

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভা এলাকায় শনিবার (১৬ অক্টোবর) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

গতকাল শুক্রবার (১৫ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করে নোয়াখালীর জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শনিবার সকাল- সন্ধ্যা ১২ ঘণ্টা চৌমুহনী পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহত ও পুলিশসহ অনেকে আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত র‌্যাব, পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।

বেগমগঞ্জের ইউএনও শামসুন নাহার বলেন, ১৪৪ ধারা চলাকালীন লোকাল সব যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে দূরপল্লার যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও চৌমুহনীর কোথাও দাঁড়াতে পারবে না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads