• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

জাতীয়

করোনায় মৃত্যু বেড়েছে, কমেছে শনাক্ত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২১ অক্টোবর ২০২১

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে আরও ১০ জনের। এ নিয়ে দেশে মোট প্রাণ হারিয়েছেন ২৭ হাজার ৮০১ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ২৪৩ জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৬ হাজার ৯০৭ জনে। নমুনা পরীক্ষঅর আনুপাতে রোগী শনাক্তের হার ১ দশমিক ৫১ শতাংশ। গত ২৪ ঘন্টায় দেশে ১৬ হাজার ৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এর আগে বুধবার করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃত্যু হয়েছে ৬ জনের।শনাক্ত হন ৩৬৮ জন।নমুনা পরীক্ষার আনুপাতে রোগী শনাক্তের হার ছিলো ১ দশমিক ৮০ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়ছে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৩৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩০ হাজার ৮৩ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪ জন ও নারী ৬ জন। এ সময় ঢাকায় ৩, চট্টগ্রামে ৪, খুলনায় ১, বরিশালে ১ ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads