• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯

জাতীয়

১৮ দেশে বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস পালিত হবে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৬ ডিসেম্বর ২০২১

আজ ৬ই ডিসেম্বর, বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস। দিবসটি ঢাকা ও দিল্লি ছাড়াও যুক্তরাষ্ট্র, রাশিয়া ও সৌদি আরবসহ বিশ্বের ১৮টি দেশে পালন করা হবে।

১৯৭১ সালে ভারত দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশকে সার্বভৌম এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। তার ১০ দিন পর বাংলাদেশের স্বাধীনতা লাভ করে। ভারত বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী প্রথম দেশগুলোর মধ্যে একটি। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ও ভারত কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনের জন্য বছরব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।

ঢাকা ও দিল্লি ছাড়াও বিশ্বের যে ১৮টি দেশে মৈত্রী দিবস পালন করা হচ্ছে, সে দেশগুলো হলো- বেলজিয়াম, কানাডা, মিশর, ইন্দোনেশিয়া, রাশিয়া, কাতার, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান, মালয়েশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

অনুষ্ঠানের মধ্যে রয়েছে, বাংলাদেশ ও ভারতের মিশন প্রধানদের ভাষণ, স্বাগতিক দেশের প্রধান অতিথির ভাষণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর তথ্যচিত্র প্রদর্শন এবং পরবর্তীতে উভয় দেশের খাবারের প্রদর্শনী।

এছাড়া দুই দেশের মধ্যে বন্ধুত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে যুদ্ধের প্রবীণ সৈনিকদের সফর, নৌ-যান পরিদর্শন বিনিময়, ক্রীড়া অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অন্যান্য অনুষ্ঠানেরও আয়োজন করা হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads