• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

জাতীয়

রাজশাহী মেডিকেলে একদিনে ৪ মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৯ মার্চ ২০২২

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে চারজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (২৮ মার্চ) সকাল ৯টা থেকে মঙ্গলবার (২৯ মার্চ) সকাল ৯টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে দুইজন করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেছেন। এছাড়া বাকি দুইজন করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েও অন্যান্য শারীরিক জটিলতায় চিকিৎসাধীন ছিলেন।

করোনা উপসর্গে মৃতদের একজনের বাড়ি নওগাঁয় ও অন্যজনের বাড়ি রাজশাহীতে। এছাড়া করোনামুক্ত হয়ে মৃতরা কুষ্টিয়া ও সিরাজগঞ্জ জেলার বাসিন্দা। মৃতদের একজন পুরুষ ও বাকি ৩ জন মহিলা। এদের মধ্যে একজনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে। অপর তিন জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বর্তমানে (মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত) ৩৪ শয্যা বিশিষ্ট হাসপাতালের করোনা ইউনিটে রোগী ভর্তি রয়েছেন ১০ জন। যেখানে গতকালও ১৩ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। এদের মধ্যে রাজশাহীর ৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, নাটোরের ৩ জন, পাবনার ১ জন ও জয়পুরহাটের ১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসাধীনদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১ জনের শরীরে। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৭ জন। এছাড়াও করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে ২ জনের শরীরে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন কোনো রোগী ভর্তি কিংবা সুস্থ হয়ে ছাড়পত্র পাওয়ার খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads