• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯

জাতীয়

গ্রহণযোগ্য নির্বাচন করতে সাংবাদিকদের পরামর্শ চাইলেন সিইসি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৮ এপ্রিল ২০২২

আস্থার সংকট দূর করে গ্রহণযোগ্য নির্বাচন করতে ইলেকট্রনিক মিডিয়ার প্রধানদের কাছে পরামর্শ চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আজ সোমবার রাজধানীর নির্বাচন কমিশন ভবনে বেলা ১১টায় দেশের ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, অন্য নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে অংশীজনদের মতামত নিয়েছেন ইসি।

এ বিষয়ে নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক আসাদুজ্জামান আরজু জানান, এই সভায় ডিবিসি নিউজের সিইও মঞ্জুরুল ইসলাম, সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জুবায়ের, এটিএন নিউজের হেড অব নিউজ মুন্নি সাহাসহ ৩০ জন জ্যেষ্ঠ সাংবাদিক উপস্থিত ছিলেন।

এর আগে, গত ৬ই এপ্রিল প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে সংলাপে বসেছিল নির্বাচন কমিশন। এতে তারা ইসিকে সব বিতর্কের ঊর্ধ্বে উঠে দলগুলোর আস্থা অর্জনের পরামর্শ দেন। এছাড়া নির্বাচনে জেলা প্রশাসকদের পরিবর্তে ইসির নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা নিয়োগ এবং বিভাগ ভিত্তিক একাধিক দিনে নির্বাচন অনুষ্ঠানের সুপারিশও করেন তারা।

কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান কমিশন দায়িত্ব নিয়েই সংলাপের আয়োজন করে। এর আগে শিক্ষাবিদ ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে ২ দফায় সংলাপ করেছে ইসি। সেখানে আমন্ত্রিতরা ইসির সঙ্গে বৈঠকে বসে ইলেকট্রনিক ভোটিং মেশিনের সীমিত ব্যবহার, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজেদের অধীনে আনা, দলগুলোর আস্থা অর্জনসহ একগুচ্ছ প্রস্তাব দেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads