• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিদের অপসারণ দাবি

সংগৃহীত ছবি

জাতীয়

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিদের অপসারণ দাবি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৭ মে ২০২২

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যদের অপসারণ করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের উপদেষ্টা ড. সুফী সাগর সামস। মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন আয়োজিত মানববন্ধনে এ দাবি করেন তিনি।

ড. সুফী সাগর বলেন, আজিম-কাসেম সিন্ডিকেট দুদকের মামলা থেকে দায়মুক্তি পাওয়ার চেষ্টা করছেন দেশে বিদেশে। তারা বাংলাদেশকে শ্রীলংকা বানাতে চায়। এদের অপচেষ্টা রুখে দেওয়া হবে। জনগণ অনেক সচেতন, জনগণকে সঙ্গে নিয়ে এদের রুখে দেওয়া হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ৫ মে প্রায় ৩০৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এই ছয়জন হচ্ছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এম.এ. কাশেম, বেনজীর আহমেদ, মিসেস রেহানা রহমান, মোহাম্মদ শাহজাহান ও আশালয় হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক আমিন মো. হিলালী।

মামলার চার্জশিটভুক্ত এই ছয় জনই ওয়ারেন্টভুক্ত আসামি। বিভিন্ন গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা সত্ত্বেও আসামিদের কেন গ্রেফতার করা হচ্ছে না, সেই প্রশ্ন তোলা হয় মানববন্ধনে।

বক্তারা দাবি করেন, অভিযুক্ত প্রত্যেকেই সমাজের প্রভাবশালী এবং ক্ষমতাবান ব্যক্তি। সে কারণেই তাদের গ্রেপ্তারে এমন গড়িমসি চলছে।

মানববন্ধনে ড. সুফী সাগর সামস ছাড়াও বক্তব্য দেন বাংলাদেশ সংবাদপত্র (গণমাধ্যম) কর্মচারী ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান তালুকদার, বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যান এম ইব্রাহিম পাটোয়ারি, সাংবাদিক নেতা কালিমুল্লা ইকবালসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads