• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
২০২৩ সালে পঞ্চগড়-কক্সবাজার ট্রেন : রেলমন্ত্রী

সংগৃহীত ছবি

জাতীয়

২০২৩ সালে পঞ্চগড়-কক্সবাজার ট্রেন : রেলমন্ত্রী

  • পঞ্চগড় প্রতিনিধি
  • প্রকাশিত ১২ জুন ২০২২

২০২৩ সালের জুনে পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেন চালুর কথা জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। পঞ্চগড়-সান্তাহার রুটে আন্তঃনগর ট্রেন দোলনচাঁপা এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল শনিবার তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ২০২৩ সালের জুনে পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত আন্তঃনগর ট্রেন চালু করা হবে। উত্তরাঞ্চলের আট জেলা এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জেলাগুলোর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ নিশ্চিত করে এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নসহ কৃষি ও অর্থ-বাণিজ্যের প্রসার ঘটানো হবে।

মন্ত্রী আরো বলেন, পঞ্চগড় রেলস্টেশন আরো আধুনিক করা হবে। এখানে পাঁচ তলা ভবন হবে। সেখানে ডিপার্টমেন্টাল স্টোর হবে। যাত্রীদের থাকার আধুনিক ব্যবস্থা থাকবে। কমিউনিটি সেন্টার করা হবে। পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে রেলের সর্বোচ্চ সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হবে।

১৯৮৬ সালের ১৬ মার্চ দিনাজপুর থেকে সান্তাহার পর্যন্ত দোলনচাঁপা এক্সপ্রেস উদ্বোধন করা হয়। এখন এটি দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের সঙ্গেও যুক্ত হলো।

দোলনচাঁপা এক্সপ্রেস চালু হওয়ায় খুশি এই জেলার মানুষ। ট্রেনের উদ্বোধন উপলক্ষে নানা শ্রেণি-পেশার মানুষ জড়ো হন স্টেশনে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads