• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
হাটে বিনামূল্যে পশুস্বাস্থ্য পরীক্ষা হবে: রেজাউল করিম

ফাইল ছবি

জাতীয়

হাটে বিনামূল্যে পশুস্বাস্থ্য পরীক্ষা হবে: রেজাউল করিম

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০১ জুলাই ২০২২

কোরবানির হাটে বিনামূল্যে পশুস্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।  তিনি বলেন, ‌‘আমাদের ভ্যাটিনারি এরেঞ্জমেন্ট প্রতিটি স্বীকৃত হাটে থাকবে। যাতে অসুস্থ ও রোগবালাইয়ে আক্রান্ত পশু কেউ নিয়ে না আসে। অথবা সেটা বিক্রি না হয়। আমরা সেখানে ফ্রি অব কস্ট চেকাপের ব্যবস্থা করবো। যারা বিক্রি করবেন, কিনবেন বা খাবেন তাদের সবার জন্য একটা নিরাপদ খাদ্যব্যবস্থা নিশ্চিত করছি।’

আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সেমিনারে তিনি একথা জানান।

‘পদ্মা সেতুর সম্ভাবনা: দেশীয় পশুতে কোরবানি, খামারিদের সমস্যা ও করণীয়’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে ফিশারিজ অ্যান্ড লাইভ স্টক জার্নালিস্টস ফোরাম। আর এতে সহায়তা করে বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশন। 

শ ম রেজাউল করিম বলেন, ‌‘পদ্মা সেতু কোরবানির আয়োজনে অভাবনীয়-অকল্পনীয় সুযোগ সৃষ্টি করেছে। আমাদের অর্থনীতিতে  ব্যাপক প্রভাব পড়েছে। আগে ঘাটে অপেক্ষা করতে হলে চাঁদাবাজির খপ্পরে পড়তে হতো, এখন একটানে চলে আসছে।’

তিনি বলেন, ‘পদ্মা সেতু নির্মাণে আসন্ন কোরবানিতে আমরা যে সুযোগটা পাচ্ছি, সেই সুযোগটা অর্থনীতির সুযোগ, খামারিদের সুযোগ, উদ্যোক্তাদের সুযোগ।’

কোরবানির পশু বিক্রির জন্য খামারিদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‌‘আরেকটা সমস্যা হতো, একটা বাজারের কাছ থেকে আসতে গেলে বলা হতো, এই বাজারে তোমাকে পশু নামাতে হবে। আমরা রুলস করে দিয়েছি, যিনি পশু নিয়ে আসবেন, তিনি কোথায় বিক্রি করবেন তার ইচ্ছে। তাকে কেউ ফোর্স করতে পারবে না।’


তিনি আরও বলেন, ‌‘খামারিরা বাড়িতে বিক্রি করলে তাকে হাসিল দিতে হবে না। রাস্তায় বিক্রি করলে যারা লিজ নিয়ে আসে তাদের সেই টাকাটা দিতে হবে না।’

যত্রতত্র পশুর হাট বসানো প্রসঙ্গে শ ম রেজাউল করিম বলেন, ‘রাস্তাঘাট পরিষ্কার রাখার জন্য আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, যেখানে চলাচলে অসুবিধা এবং বিব্রতকর অবস্থার সৃষ্টি হয় সেখানে হাট বসবে না।’

খামারিদের ভালো রাখার জন্য আন্তরিকতার কমতি নেই জানিয়ে প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ‘আমরা খামারিদের ভালোভাবে রাখার জন্য ক্রান্তিকালেও তারা যেন টিকে থাকতে পারে, সে জন্য রাষ্ট্র পদক্ষেপ নিয়েছে। ক্রান্তিকালে যারা ক্ষতিগ্রস্ত, তাদের প্রণোদনা দেওয়া হয়েছে। হয়তো প্রয়োজন অনুযায়ী সবাইকে দিতে পারিনি, কিন্তু আমাদের আন্তরিকতার ঘাটতি ছিল না। করোনাকালে অনেক মন্ত্রণালয় বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় একটা দিনের জন্য বন্ধ রাখেনি। আমি নিয়মিত অফিস করেছি, কর্মকর্তাদের চাপ সৃষ্টি করেছি, ফিল্ডে কাজ করার জন্য।’

বিরোধী দল এবং বিভিন্ন জনের বাধার পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণে সফলতা দেখিয়েছেন জানিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় এই আইনবিষয়ক সম্পাদক বলেন, ‘এ দেশের অর্থনীতিবিদদের অনেকেই তাদের হিসাব নিকাশ এবং অর্থনীতির পাণ্ডিত্ব দিয়ে বললেন, এটা সম্ভব না। আজকে প্রমাণিত হয়েছে, সে সব অর্থনীতিবিদদের ওপরের অর্থনীতিবিদ শেখ হাসিনা। অনেক টেকনিক্যাল হ্যান্ড বলেছিল যে, এটা করতে পারবে না। আজকে মনে হচ্ছে, সেই সব টেকনিক্যাল হ্যান্ড, যারা ইঞ্জিনিয়ার, স্থপতি হিসেবে পরিচিত, তাদের ওপরের স্থপতি শেখ হাসিনা।’

সেমিনারে আরও উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহজাদা, ফিশারিজ অ্যান্ড লাইভ স্টক জার্নালিস্টস ফোরামের সভাপতি এম. এ. জলিল মুন্না রায়হান প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads