• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

বীর মুক্তিযোদ্ধাদের হাতে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড তুলে দিচ্ছেন অতিথিরা।

জাতীয়

হোমনায় বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ-স্মার্ট আইডি কার্ড বিতরণ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৮ নভেম্বর ২০২২

কুমিল্লার হোমনায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সোমবার শিল্পকলা একাডেমিতে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমন দের সভাপতিত্বে প্রধান অতিথি সেলিমা আহমাদ এমপি ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এদিন উপজেলার ৩৪৩ জন মুি্ক্তযোদ্ধা এবং শহিদ ও মৃত্যুবরণকারী মুক্তিযোদ্ধার ওয়ারিশের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়। এদের মধ্যে ১৮৮ জন জীবিত মুক্তিযোদ্ধাকে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড এবং ১৪০ জন শহিদ—মৃত্যুবরণকারী মুক্তিযোদ্ধার ওয়রিশকে ডিজিটাল সনদ দেওয়া হয়। এতে পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, থানা ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক সেরাজুর রহমান প্রমুখ।

 

মো. আক্তার হোসেন
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
মোবাইল ০১৮৬৮৪৪৫০১৪
তারিখ ২৮.১১.২০২২

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads