• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

জাতীয়

কুড়িগ্রামে শীতার্ত ছিন্নমুল মানুষকে প্রধানমন্ত্রীর উপহার কম্বল বিতরণ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৫ ফেব্রুয়ারি ২০২৩

রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে শীতার্ত ছিন্নমুল মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের কম্বল বিতরণ করা হয়েছে। ছিন্নমুল এসব মানুষ কম্বল পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
রবিবার ৫ ফেব্রুয়ারি হলোখানা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদুল হাসানের সভাপতিত্বে ও কুড়িগ্রাম লেডিস ক্লাবের আয়োজনে চরাঞ্চলের বিভিন্ন এলাকার প্রায় ৫ শতাধিক ছিন্নমুল মানুষের হাতে প্রধানমন্ত্রীর উপহারের এসব কম্বল তুলে দেন—কুড়িগ্রাম লেডিস ক্লাবের সভানেত্রী ও জেলা প্রশাসকের সহধর্মিনী রেশমিন জান্নাত।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—কুড়িগ্রাম লেডিস ক্লাবের সহ—সভানেত্রী ও পুলিশ সুপারের সহধর্মিনী নাজিয়া আফরোজ, সহ—সভানেত্রী ও অতিরিক্ত জেলা প্রশাসকের সহধর্মিনী মমতাজ সিদ্দিক ফারহানা, কুড়িগ্রাম সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান ও হলোখানা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা।
কুড়িগ্রাম লেডিস ক্লাবের সভানেত্রী ও জেলা প্রশাসকের সহধর্মিনী রেশমিন জান্নাত, আগত ছিন্নমুল নারীদেরকে পুরুষের পাশাপাশি সংসারের উন্নতি ও নিজেদেরকে স্বাবলম্বী করতে গবাদি পশু পালন ও কারিগরি প্রশিক্ষণের পরামর্শ দেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অনুষ্ঠানে উপস্থিত সবার জন্য দোয়া প্রার্থনা করেন।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads