• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

জাতীয়

কনষ্টেবল নিয়োগ নিয়ে ময়মনসিংহ এসপির ভিডিও বার্তা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৫ ফেব্রুয়ারি ২০২৩

আব্দুল মান্নান পল্টন, ময়মনসিংহ ব্যুরো:
আসন্ন টিআরসি (ট্রেইনিং রিক্রুট কনষ্টেবল) নিয়োগ পরীক্ষা শতভাগ সচ্ছতার সাথে সম্পন্ন করা হবে বলে অঙ্গীকার করেছেন ময়মনসিংহ জেলা ও রেঞ্জ পুলিশ।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার এসপি মাছুম আহমেদ ভুঞা পিপিএম সেবা কনষ্টেবল নিয়োগ নিয়ে সাম্প্রতিক ফেসবুক টুইটারসহ জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেয়া ভিডিও বার্তায় এমন অঙ্গীকার করেছেন ভিডিও বার্তার মাধ্যমে প্রতারকদের সাবধান করার পাশাপাশি চাকুরি প্রত্যাশীদের দালাল ও প্রতারক চক্রের খপ্পরে পা দিয়ে প্রতারণার স্বীকার না হতেও সতর্ক করেছেন। কনষ্টেবল পদে চাকুরীর নামে লেনদেনসহ কোন প্রকার অনিয়ম পরিলক্ষিত হলে দৃষ্টান্তমুলক ব্যবস্থা নেয়া হবে বলেও কঠোর হুশিয়ারী দিয়েছেন এসপি মাছুম আহমেদ ভুঞা।
পুলিশ কনষ্টেবল পদে চাকুরি করতে আগ্রহীদেরকে শারীরিক পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহন করতেও পরামর্শ দিয়েছেন তিনি। বাংলাদেশ পুলিশ কনস্টেবলে যারা আবেদন করেছেন তাদের জন্য শারীরিক পরীক্ষা গুলো এক নজরে--
দৌড় (প্রথম রাউন্ড) ছেলে-২০০মিটার, সময়- ২৮ সেকেন্ড, মেয়ে-২০০মিটার সময়-৩৪ সেকেন্ড।
পুশশ আপ (দ্বিতীয় রাউন্ড)ছেলে১৫টি, সময়- ৩৫ সেকেন্ড, মেয়ে ১০টি, সময়- ৩০ সেকন্ড।
লং জাম্প (তৃতীয় রাউন্ড) ছেলে-১০ফিট (কমপক্ষে),মেয়ে-৬ফিট (কমপক্ষে)। হাই জাম্প (চতুর্থ রাউন্ড)ছেলে- ৩.৫ফিট উচ্চতা, মেয়ে-২.৫ফিট । দৌড় (পঞ্চম রাউন্ড) ছেলে-১৬০০মিটার, সময়-৬ মিনিট ৩০ সেকেন্ড, মেয়ে ১০০০মিটার, সময়- ৬ মিনিট ৩০ সেকেন্ড। ড্রাগিং (ষষ্ঠ রাউন্ড) ছেলে-১৫০ পাউন্ড ওজনের টায়ার ৩০ ফিট দূরত্ব টানা, মেয়ে-১১০ পাউন্ড ওজনের টায়ার ২০ ফিট দূরত্ব টানা। রোপ ক্লাইমিং (সপ্তম রাউন্ড)
ছেলে-কমপক্ষে ১২ ফিট. মেয়ে-কমপক্ষে ৮ ফিট (উপরে উঠতে হবে)এভাবেই শারীরিক পরীক্ষা যাচাই করা হবে।
যেকোনো রাউন্ডে উত্তীর্ণ হতে ব্যর্থ হলে তাকে বাদ দেওয়া হবে।তাই প্রস্তুতি গ্রহণের কোন বিকল্প নেই বলে জানিয়েছেন শতভাগ সৎ খ্যাত ময়মনসিংহের জেলা পুলিশ সুপার এসপি মাছুম আহমেদ ভুইয়া। উল্লেখ্য ময়মনসিংহের জেলা পুলিশ সুপার হিসেবে যোগদান করে মাত্র ৬মাসের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির আমুল উন্নয়নসহ ঘুষ দুর্নীতি অনিয়ম বন্ধে নতুন রেকর্ড সৃষ্টি করেছেন। নগরীর ভয়াবহ যানজট নিরসনে রাস্তার দুপাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেও সর্বমহলে প্রশংসিত হয়েছেন । সময়ে সারা দেশে ক্রাইমজোন হিসেবে পরিচিত ময়মনসিংহকে অনেকটাই বদলে দিয়েছেন রয়েল বেঙ্গল টাইগার খ্যাত এসপি মাছুম আহমেদ ভুঞা।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads