• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

জাতীয়

বাগেরহাটে জাতীয় বীমা দিবস পালিত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০১ মার্চ ২০২৩

এস এম সামছুর রহমান, বাগেরহাট প্রতিনিধি:
“আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ” এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১ মার্চ) সকালে শহরের স্বাধীনতা উদ্যান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় স্বাধীনতা উদ্যানে এসে শেষ হয়।
পরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বীমা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানসহ ন্যাশনাল লাইফসহ বিভিন্ন বীমা কোম্পানীর জেলা পর্যায়ের ইনচার্জগন বক্তব্য দেন।
জাতীয় বীমা দিবসকে ‘ক’ শ্রেনিতে উন্নিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, মানুষের জীবনের নিরাপত্তা দেয়। বীমা অসময়ের সাথী। তাই সকলকে বীমার আওতায় আসতে হবে। এতে বীমা গ্রহিতার পরিবার সুরক্ষিত থাকবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads