• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

জাতীয়

শ্রেষ্ঠ জেলা পুলিশের সম্মাননা স্মারক ময়মনসিংহের এসপির হাতে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২২ মার্চ ২০২৩

আব্দুল মান্নান পল্টন,ময়মনসিংহ ব্যুরো:
ওয়ারেন্ট নিষ্পত্তি, ক্লু-লেস মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ দমন, আইন শৃঙ্খলা পরিস্থিতির আমুল উন্নয়নসহ বিভিন্ন কমৃকান্ডে সার্বিক সাফল্যের পরিপেক্ষিতে ময়মনসিংহ রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ মনোনীত হয়েছে ময়মনসিংহ জেলা পুলিশ।
আইনশৃঙ্খলা পরিস্থিতরি আমুল উন্নয়নের নায়ক কর্মগুনে আলো ছড়ানো ময়মনসিংহ জেলা পুলিশ সুপার এসপি মাসুম আহমেদ ভুঞার হাতে এই সাফল্যের সম্মাননা স্মারক তুলে দিয়েছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য।
মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে রেঞ্চ ডি আইজির কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য হাত থেকে এই সম্মাননা স্মারক গ্রহণ করেন ময়মনসিংহের জনপ্রিয় এসপি মাসুম আহমেদ ভুঞা।
শ্রেষ্ঠ জেলা ছাড়াও ফেব্রুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ এসআই ক্যাটাগরিতেও সাফল্যের পুরস্কার লাভ করেছে ময়মনসিংহ জেলা পুলিশ।
রেঞ্জের ‘শ্রেষ্ঠ সার্কেল’ হিসেবে গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সুমন মিয়া,‘শ্রেষ্ঠ থানা’ হিসেবে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সর্বজনপ্রিয় (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ এবং ‘শ্রেষ্ঠ এসআই’ হিসেবে মুক্তাগাছা থানার এসআই মো. কামাল হোসেন সম্মাননা পুরস্কার লাভ করেন। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহ কামাল আকন্দ শ্রেষ্ঠ থানার পুরস্কারের পাশাপাশি অসাধারণ আভিযানিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিশেষ পুরস্কার লাভ করেন।
এ সময় পুলিশের ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. এনামুল কবির, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট অ্যান্ড অপারেশনস) আবিদা সুলতানা, রেঞ্জ অফিসের পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ফারুক হোসেনসহ বিভিন্ন ইউনিট প্রধানগণ উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঁঞা বলেন, জেলা পুলিশের প্রতিটি সদস্য ভবিষ্যতেও এই সাফল্যের ধারাবাহিকতা অবশ্যই ধরে রাখবে বলে আমি বিশি^াস করি।
আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষে জেলা পুলিশ সার্বক্ষনিক সজাগ দৃষ্টি রেখেই কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads