• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
চিরনিদ্রায় সাবেক এমপি এম এ মতিন 

ছবি: বাংলাদেশের খবর

শোক সংবাদ

চিরনিদ্রায় সাবেক এমপি এম এ মতিন 

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ মে ২০২০

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সাবেক সংসদ সদস্য এম এ মতিনের দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় মুন্সিবাড়ীতে (নিজ বাড়ীতে) দুই দফা জানাযা শেষে তাকে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হয়।

এম এ মতিনের মৃত্যুর খবর শুনে হাজীগঞ্জ, শাহরাস্তিসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার লোকজন জানাজার উদ্দেশ্যে হাজীগঞ্জ এসে জড়ো হয়। তারা সরকারি মডেল পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠ, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সম্মুখে অবস্থান করে। কিন্তু করোনা মহামারির বিধি-নিষেধের কারণে দলীয় নেতা-কর্মীরা জানাযায় অংশগ্রহণ করতে পারেনি।

করোনা ভাইরাসের কারণে পুলিশের কড়া-কড়ি আরোপ থাকায় ২০ জন করে দুই দফা জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

সাবেক এমপি এম এ মতিনের মরদেহ বাড়ীতে আসার পূর্বেই অতিরিক্ত পুলিশ সুপার মো. আফজাল হোসেন, অফিসার ইনচার্জ আলমগীর হোসেনের নেতৃত্বে বাড়ীতে ঢুকার বিভিন্ন পথে পুলিশ ব্যারিকেড দিয়ে দেয়া হয়। যাতে করে মানুষ সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করে।

এম এ মতিনের বাড়ীতে ঢোকার পথে ডিবির ওসি রণজিতের নেতৃত্বে বাড়ীর প্রবেশদ্বারে ডিবির একটি টিম বিশেষ নজরদারী করে। কোনোভাবে বাড়ীতে অতিরিক্ত মানুষ ঢুকতে দেয়া হয়নি।

প্রথম দফায় জানাযার নামাজে বাড়ীর লোকজন অংশগ্রহণ করে। দ্বিতীয় দফায় জানাযায় দলের ২০/৩০জন নেতৃত্বস্থানীয় নেতা সামাজিক দূরত্ব বজায় রেখে জানাযার নামাজ আদায় করে।

জানাযার নামাজের তদারকি করেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ স ম মাহবুব-উল আলম লিপন।

জানাযার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি, হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব ড. মো. আলমগীর কবির পাটওয়ারী।

উল্লেখ্য, সাবেক এমপি এম এ মতিন তার বর্ণাঢ্য জীবনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরস্তি) আসনের চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। 

এ বর্ষিয়ান রাজনীতিবিদ মঙ্গলবার সকাল সোয়া ৯টায় ঢাকার উত্তরার একটি হাসপাতালে বার্ধ্যক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি-রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

তিনি ১ ছেলে ৪ মেয়েসহ অসংখ্যগুণগ্রাহী ও অসংখ্য রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।

এম এ মতিন ১৯৪৩ সালের ১৪ই মার্চ চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের জন্মগ্রহণ করেন। তার বাবা বিশিষ্ট সমাজ সেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মরহুম আলহাজ্ব খান সাহেব জুনাব আলী মুন্সী। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads