• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
এই দিনে

সিপাহি বিদ্রোহ দমন করা হয় নির্মমভাবে

ছবি : ইন্টারনেট

মতামত

এই দিনে

  • প্রকাশিত ১০ জুলাই ২০১৮

৮৭৪ : নরওয়ের জেলেরা উত্তর আটলান্টিক মহাসাগরের দ্বীপ দেশ আইসল্যান্ড আবিষ্কার করে।

১৮৪২ : নোটারি স্ট্যাম্প আইন পাস হয়।

১৮৫৭ : মিরাটে সিপাহি বিদ্রোহের সূত্রপাত ঘটে।

১৮৮৫ : বহু ভাষাবিদ ও পণ্ডিত ড. মুহম্মদ শহীদুল্লাহ জন্মগ্রহণ করেন।

১৮৯৩ : শিক্ষানুরাগী ও সমাজসেবক নবাব আবদুল লতিফের ইন্তেকাল।

১৯০০ : অস্ট্রেলিয়ায় সংবিধান গৃহীত হয়।

১৯২১ : মঙ্গোলিয়া নিজেকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে।

১৯৬২ : যোগাযোগ উপগ্রহ টেলিস্টার মহাশূন্যে উৎক্ষেপণ করা হয়।

১৯৭৩ : তিনশ’ বছর ব্রিটিশ শাসনাধীন থাকার পর বাহামাস দ্বীপপুঞ্জ স্বাধীনতা লাভ করে।

 

সিপাহি বিদ্রোহ

সিপাহি বিদ্রোহ ১৮৫৭ সালের ১০ মে মিরাট শহরে শুরু হয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীর সিপাহিদের এই বিদ্রোহ ক্রমশ গোটা উত্তর ও মধ্য ভারতে (অধুনা উত্তরপ্রদেশ, বিহার, উত্তর মধ্যপ্রদেশ ও দিল্লি অঞ্চল) ছড়িয়ে পড়েছিল। এসব অঞ্চলে বিদ্রোহীদের দমন করতে কোম্পানিকে যথেষ্ট বেগ পেতে হয়। ১৮৫৮ সালের ২০ জুন গোয়ালিয়রে বিদ্রোহীদের পরাজয়ের পরই এই বিদ্রোহ দমন করা সম্ভব হয়। সিপাহি বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ, মহাবিদ্রোহ, ভারতীয় বিদ্রোহ, ১৮৫৭ সালের বিদ্রোহ ও ১৮৫৮ সালের গণ-অভ্যুত্থান নামেও অভিহিত করা হয়ে থাকে। এই বিদ্রোহ দমন করা হয় নির্মমভাবে। বহু নিরপরাধ নর-নারী, শিশু-বৃদ্ধকে নির্বিচারে হত্যা করা হয়। কোম্পানিশাসিত অন্য অঞ্চলগুলো— বাংলা প্রদেশ, বোম্বাই প্রেসিডেন্সি ও মাদ্রাজ প্রেসিডেন্সি শান্তই ছিল। পাঞ্জাবের শিখ রাজ্যগুলো ব্রিটিশদের সৈন্য সরবরাহ করে সমর্থন জোগায়। বড় দেশীয় রাজ্যগুলোর মধ্যে হায়দ্রাবাদ, মহীশূর, কাশ্মিরসহ রাজপুতানার মতো ছোট রাজ্যগুলোও বিদ্রোহ থেকে দূরে থাকে। তবে অযোধ্যার মতো কোনো কোনো অঞ্চলে বিদ্রোহীরা ইউরোপীয়দের বিরুদ্ধে লড়াইয়ে চূড়ান্ত দেশপ্রেমের নিদর্শন স্থাপন করে। যদিও অনেক ঐতিহাসিক মনে করেন, এ যুদ্ধে অংশগ্রহণকারীরা কোনো উচ্চ আদর্শে অনুপ্রাণিত হয়ে অবতীর্ণ হয়নি। সিপাহি বিদ্রোহের পর ১৮৫৮ সালে ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে, ব্রিটিশরা সেনাবাহিনী, অর্থব্যবস্থা ও ভারতীয় প্রশাসন পুনর্গঠনে বাধ্য হয়। ভারত প্রত্যক্ষভাবে ব্রিটেনের রানির শাসনের অধীনে আসে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads