• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
৬ষ্ঠ জনশুমারীর কাজ হবে ২৪ থেকে ৩০ ডিসেম্বর

সংগৃহীত ছবি

সংসদ

৬ষ্ঠ জনশুমারীর কাজ হবে ২৪ থেকে ৩০ ডিসেম্বর

  • বাসস
  • প্রকাশিত ১৪ নভেম্বর ২০২১

দেশের ৬ষ্ঠ জনশুমারী ও গৃহগণনা ২০২১ আগামী ২৪ থেকে ৩০ ডিসেম্বর সময়ে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

রোববার জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি এই তথ্য জানান। পরিকল্পনামন্ত্রী বলেন,‘ বাংলাদেশ পরিসংখ্যাণ ব্যুারো (বিবিএস) প্রতি ১০ বছর পর দেশের প্রকৃত জনসংখ্যা ও গৃহের অবস্থা জানার জন্য জনশুমারী ও গৃহগণনা পরিচালনা করে থাকে। এবার ৬ষ্ঠ জনশুমারী ও গৃহগণনা ২০২১ আগামী ২৪ থেকে ৩০ ডিসেম্বর সময়ে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে।’

উল্লেখ্য, স্বাধীন বাংলাদেশে প্রথম জনশুমারী হয় ১৯৭৪ সালে। এরপর ১৯৮১ সালে দ্বিতীয়, ১৯৯১ সালে তৃতীয়, ২০০১ সালে চতুর্থ এবং ২০১১ সালে পঞ্চম জনশুমারী অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads