• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

ধর্ম

ধর্মীয় ফিচার লেখা শেখার বই

  • প্রকাশিত ০৩ জুলাই ২০২১

আহনাফ আবদুল কাদির

 

মানব সভ্যতার ঘোর অন্ধকার সময় চলছে। আইয়ামে জাহেলিয়াত এতকাল শুধু ইতিহাসের পাতায় পড়েছি। এখন আধুনিক জাহেলিয়াতের সাক্ষী আমরা। একটি হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘সবচেয়ে হতভাগা তারা, যাদের ওপর কেয়ামতের বিভীষিকা নেমে আসবে।’ চূড়ান্ত কেয়ামত কবে আসবে তা আমরা বলতে পারি না। তবে এখন যে অন্ধকারের রাজত্ব চলছে, এটা কেয়ামতের আজাবের চেয়ে কোনো অংশে কম বলে মনে হয় না। মহামারী করোনাভাইরাস তো হাশরের মাঠের দৃশ্য দুনিয়াতেই দেখিয়ে দিলো। সামপ্রতিক সময়ে অন্যায়-রাহাজানি-লুণ্ঠন-দুর্নীতির মহোৎসব দেখে পৃথিবীর প্রতিটি নির্যাতিত জনপদ এখন শুধু একটি আলোকিত ভোরের প্রত্যাশাই করছে।

মননশীল লেখক আল ফাতাহ মামুনের ‘আলোকিত ভোরের প্রত্যাশা’ বইটি বাজারে এসেছে সমপ্রতি। বইটি হাতে পেয়েই আদ্যোপান্ত কয়েকবার পড়ে ফেলি। তার লেখার সঙ্গে পাঠককে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। ২০০৭ থেকে দেশের শীর্ষস্থানীয় কাগজগুলোতে নিয়মিত লিখে চলছেন। ধর্মীয় ফিচার জগতে লেখকের মুনশিয়ানার কথা পাঠক মহলে সমাদৃত। ইসলাম বিষয়ে যে এতো চমৎকার সব ফিচার হতে পারে বইটি না পড়লে পাঠক বিশ্বাসই করতে পারবেন না।

বইটি শুরু হয়েছে ‘আধুনিক ইউরোপে সিরাত চর্চা’ প্রবন্ধ দিয়ে। শুরুর দিকে ইউরোপের সিরাত লেখকরা না জেনেই নবীচরিত্রের বিরুদ্ধে আঙুল তুলেছিল। পরবর্তীতে আরেকদল সিরাতবিদ এসে তাদের প্রতিবাদ করেন। এখন ইউরোপের সিরাত সাহিত্য বেশ সমৃদ্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কীভাবে বাজার নিয়ন্ত্রণ করতেন-এ বিষয়ে সংক্ষেপে সুন্দর একটি প্রবন্ধ রয়েছে। আজকের শাসকরা যদি এমন জনদরদি ভূমিকা পালন করতেন, তাহলে মধ্যবিত্ত-নিম্মবিত্ত কাউকেই না খেয়ে দিন কাটাতে হতো না।

কোরআনে পিঁপড়ার কথা নামে একটি বিজ্ঞানভিত্তিক প্রবন্ধে লেখক দেখিয়েছে, সোলাইমান নবী এবং পিঁপড়ার মাঝে কথোপকথনের ঘটনা কোনো কল্পকাহিনী বা রূপকথার গল্প নয়। আল্লাহর সৃষ্টি আদম মানুষের তৈরি রোবট প্রবন্ধে লেখক প্রমাণ করেছেন রোবট সোফিয়া প্রমাণ করে দিল, মানুষেরও একজন স্রষ্টা আছে, থাকতেই হবে। নারীর সম্ভ্রম রক্ষায় ধর্মই একমাত্র রক্ষাকবচ এবিষয়েও দুর্দান্ত একটি বাস্তবধর্মী ফিচার রয়েছে বইটিতে।

এছাড়াও বইটির উল্লেখযোগ্য কয়েকটি প্রবন্ধের শিরোনাম হলো-রজব থেকেই রমজানের প্রস্তুতি, জীবন রাঙাতে আসছে রমজান, দেশে দেশে রমজান, সেহরি খাওয়ার সময় শেষ, হজের নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা, ইজতেমার নয়া বয়ান, দাওয়াত হোক নেতানেত্রীদের কাছে, আজানের সুর বাজে না রাখাইনে , নাফ নদীর তীরে মহররমের চাঁদ, আল মাহমুদের কবিতায় ইসলামের জয়গান, মাদরাসায় বাংলা সাহিত্য, মাতৃভাষায় কলম ধরার আর কত দেরি পাঞ্জেরি, ধর্মের খোঁজে বইমেলায়, হিজরি সনের সঙ্গে বাংলা বর্ষের সর্ম্পক, হে প্রভু! সময়ের শাস্তি থেকে আমাদের বাঁচান, সুখে থাকুন সুখে রাখুন এবং আমি ভালো আছি তুমিও ভালো থেকো বন্ধু।

ধর্মীয় অঙ্গনে রুচিশীল প্রকাশক হিসেবে পরিচিত মুহাম্মদ জুবায়ের হোসেনের মননশীল প্রকাশনী কওমি লাইব্রেরি থেকে বইিট প্রকশিত হয়। প্রকাশক বলেন, ‘এমন সময়োপযোগী বই প্রকাশ করতে পেরে পুলক অনুভব করছি। বইটি পড়ে পাঠক ঠকবেন না এতটুকু নিশ্চয়তা প্রকাশক হিসেবে নয়, একজন পাঠক হিসেবে দিচ্ছি।’

 

আল ফাতাহ মামুনের ‘আলোকিত ভোরের প্রত্যাশা’ বইটি পেতে ফোন করুন কওমি লাইব্রেরি এবং শিকদার অনলাইন বুকশপ। এছাড়াও রকমারি ডটকমসহ দেশের অভিজাত সব লাইব্রেরি থেকে বইটি সংগ্রহ করা যাবে।

 

লেখক : শিক্ষক ও গবেষক

Email: akpatwary.qp@gmail.com

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads