• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

শোবিজ

ঊর্মিলার ‘স্টুপিড’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৫ জানুয়ারি ২০২০

মডেল-অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর নতুন একটি ওয়েব সিরিজ নিয়ে আসছেন। আসছে ২৯ জানুয়ারি ‘স্টুপিড’ নামের ওয়েব সিরিজটি বিগ কি এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। এতে আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফারহান ও রোমানা স্বর্ণাসহ অনেকে। পরিচালনায় মাবরুর রশিদ বান্নাহ।

এদিকে তিনি শাহনেওয়াজ কাকলীর ‘ফ্রম বাংলাদেশ’ নামের চলচ্চিত্রের কাজ শেষ করেছেন। এছাড়া দুটি চলচ্চিত্রের বিষয়ে কথা হয়েছে বলে জানান তিনি।

ঊর্মিলা বলেন, ‘বড় পর্দায় অভিনয়ের অনেক প্রস্তাবই পেয়েছি, তবে কাকলী আপার এই ছবির গল্প অসাধারণ। হাতে সময়ও ছিল। সব মিলিয়ে কাজটি করা। ছবিতে চরিত্র প্রসঙ্গে ঊর্মিলা বলেন, ‘আমি নূরের স্ত্রী। এখানে আমার শাশুড়ি ফেরদৌসী মজুমদার। তিনি ছবির কেন্দ্রীয় চরিত্র। নাম কাননবালা।’

বড় পর্দায় সময় দেওয়ার ব্যাপারে এ তারকা বলেন, ‘টিভি নাটকের পাশাপাশি আমি এখন চলচ্চিত্রের দিকে মনোযোগ দিয়েছি। আমাদের এখন চলচ্চিত্রে বেশ পরিবর্তন আসছে। গল্পেও নতুনত্ব থাকছে। আশা করছি টিভি নাটকের মতো চলচ্চিত্রেও ভালো কিছু করতে পারব।’

এছাড়া তার হাতে আছে আশরাফুজ্জামানের ‘হ্যামিলনের বাঁশিওয়ালা এখন ঢাকায়’, সকাল আহমেদের ‘শান্তিপুরের অশান্তি’, জাহিদ হাসানের ‘হুলুস্থুল’ ও আল হাজেনের ‘ছায়াছবি’।

ঊর্মিলা শ্রাবন্তী কর ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন একদিন তিনি বিনোদন অঙ্গনে কাজ করবেন। মা তৃপ্তি করের অনুপ্রেরণায় ছোটবেলায় নাচের সঙ্গে সখ্য তৈরি হয়। ছোটবেলা থেকেই গান শিখেছেন। রবীন্দ্রসংগীতের ওপর ছায়ানট থেকে ডিপ্লোমাও করেছেন। তাই রবীন্দ্রসংগীতের প্রতি তার বিশেষ দুর্বলতা রয়েছে। ২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে পা রাখলেও প্রতিভার গুণে মডেলিং আর অভিনয়ে সমান ঔজ্জ্বল্য ছড়াচ্ছেন তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়ার কারণে অভিনয়ে নিয়মিত হতে না পারলেও অল্প কিছুদিন বিরতি নিয়ে তাহের শিপনের ‘জটিল প্রেম’ নাটকে অভিনয় করেন। তার অভিনীত প্রথম নাটকের নায়ক ছিলেন চঞ্চল চৌধুরী। নাটকে তার অভিনয় বেশ প্রশংসিত হয়। এগিয়ে চলেন ঊর্মিলা। আলভী আহমেদের ‘নাগরিক’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে ধারাবাহিক নাটকে ঊর্মিলার পথচলা শুরু হয়। এরপর একে একে অভিনয় করেন রায়হান খানের ‘একজন মিমির গল্প’। নাটকের পাশাপাশি বিজ্ঞাপনচিত্রের মডেলও হয়েছেন ঊর্মিলা। এর মধ্যে ‘সিটিসেল জুম আলট্রা’, ‘ডানো’, ‘মেরিল বেবি লোশন’।

এছাড়া উপস্থাপনাতেই তিনি সিদ্ধহস্ত। চ্যানেল আইয়ে প্রচারিত ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’, ‘সিটিসেল তারকাকথন’, ‘রানি গুঁড়ামসলা গানে গানে’, ‘আহ্বান’ ও ‘গেট সেট রক’ উপস্থাপনা করেছেন। উপস্থাপনা প্রসঙ্গে ঊর্মিলা বলেন, ‘উপস্থাপনা বেশ উপভোগ করি। তবে সব ধরনের অনুষ্ঠান নয়, গানবিষয়ক বা সোশ্যাল ইস্যু বেজড অনুষ্ঠান উপস্থাপনা করতেই ভালো লাগে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads