• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
করোনা বিপাকে কর্নিয়া

সংগৃহীত ছবি

শোবিজ

করোনা বিপাকে কর্নিয়া

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৬ এপ্রিল ২০২১

পপ, রক ও ব্যান্ড ঘরানার গান করেন জাকিয়া সুলতানা কর্নিয়া। ২০১২ সালে ‘পাওয়ার ভয়েস’ প্রতিযোগিতা দিয়ে পরিচিতি পান কর্নিয়া। প্ল্লেব্যাকেও শোনা যায় কর্নিয়ার কণ্ঠ। এই মাধ্যমে তার অভিষেক ২০১৩ সালে ‘রাঙা মন’ দিয়ে। এর পর গেয়েছেন ‘পুড়ে যায় মন’, ‘রান আউট’, ‘দ্য স্টোরি অব সামারা’, ‘পাগল বাড়ির প্রেম’, ‘স্বপ্নছোঁয়া’সহ ১৫টি চলচ্চিত্রে।

কর্নিয়ার স্টেজেও বেশ চাহিদা। স্টেজ শো দিয়েই নিজের পরিচিতি বেশি বাড়িয়েছেন এ তারকা। বলেন, ‘স্টেজে দাঁড়িয়ে মানুষের উচ্ছ্বাস দেখার মজাই আলাদা। সবচেয়ে বড় কথা, একজন শিল্পীর সত্যিকারের পরীক্ষা হয় স্টেজে। সেখানে যিনি ঠিকমতো গাইতে পারেন, মাতিয়ে রাখতে পারেন, শ্রোতারা তাকেই মনে রাখে। তবে তখন খুব দুঃখ লাগে, যখন কেউ হিন্দি গানের অনুরোধ করেন।’

কিন্তু করোনার কারণে বাতিল হয়ে গেল গায়িকার পূর্ব নির্ধারিত ছয়টি শো। গতকাল সোমবার থেকে সারা দেশে সরকার ঘোষিত লকডাউনের জের ধরেই কর্নিয়ার এই শোগুলো বাতিল হয়ে যায়। কর্নিয়া জানান, গত ১৯ মার্চ আশুলিয়া, ২০ মার্চ কক্সবাজার, ২৭ মার্চ মাগুরা, ৫ এপ্রিল টাঙ্গাইল, ৮ এপ্রিল কক্সবাজার এবং ৯ এপ্রিল ঢাকা ক্যান্টনমেন্টে শো ছিল তার। কিন্তু করানোর কারণে শোগুলো বাতিল করা হয়েছে। এ ছাড়া কথাবার্তা চলমান আরো কিছু শোও হাতছাড়া হয়েছে তার।

গায়িকা বলেন, ‘গত বছর যখন আমাদের শোয়ের ভরপুর সিজন তখনই করোনার কারণে সব বন্ধ হয়ে যায়। এ বছরও যখন টুকটাক করে শো হচ্ছিল তখন আবার করোনার হানা। জীবন বাঁচানের জন্য, ঝুঁকি এড়াতে এ ছাড়া আর কোনো পথও নেই। কিন্তু এর ফলে মিউজিশিয়ানদের সংসারে চালাতে হিমশিম খেতে হবে। আশা করি দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। আমরা আবারো শো শুরু করতে পারব।’

তবে একক গান গাইতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন কর্নিয়া। তিনি বলেন, ‘চারদিকে সবাই এখন সিঙ্গল গানের দিকে ঝুঁকছে। আমিও এই স্রোতে গা ভাসালাম। একটি একটি করে গান করে ভিডিওতে প্রকাশ করব। প্রতিটি গানে নতুন লুকেই আমাকে দেখতে পাবেন সবাই।’ পরিকল্পনা করে গান গাইতে পছন্দ করেন এই গায়িকা। বলেন, ‘পরিকল্পনা করে সময় নিয়ে গান করার পক্ষে আমি। এতে গানের কোয়ালিটি রক্ষা করা যায়, শ্রোতার কাছেও ঠিকমতো পৌঁছে।’

আসছে পহেলা বৈশাখ এবং ঈদকে সামনে রেখে কয়েকটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন বলেও জানান ২০১২ সালের ‘পাওয়ার ভয়েস’-খ্যাত এই শিল্পী। এর মধ্যে রঙ্গন মিউজিক থেকে আসবে তার একটি একক গানচিত্র। কর্নিয়ার নিজের ইউটিউব চ্যানেল থেকেও আসবে একাধিক গান-ভিডিও। এ ছাড়া আরো দুই-তিনটি প্রতিষ্ঠানের ব্যানারে নতুন গান করছেন তিনি। ভিডিও তৈরির পরই সেই গানগুলোর খবর জানাবেন। গানের পাশাপাশি সম্প্রতি নাচের ঝলকও দেখিয়েছেন কর্নিয়া। সংগীত নিয়ে অনেক স্বপ্ন কর্নিয়ার। এই স্বপ্নের ভেলায় চড়ে ছুটে যেতে চান দূর-বহুদূর।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads