• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
তারছেঁড়া নোবেল

সংগৃহীত ছবি

শোবিজ

তারছেঁড়া নোবেল

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৯ এপ্রিল ২০২১

সোশ্যাল মিডিয়ায় নিজেকে তারছেঁড়া বলে উল্লেখ করলেন ‘সারেগামাপা’ খ্যাত বাংলাদেশি গায়ক মাঈনুল আহসান নোবেল। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় তাকে যারা গালিগালাজ করেন, সমালোচনা করেন, তাদের মুখোমুখি, সামনে এসে মন্তব্য করার দুঃসাহস দেখাতে বললেন। গত শনিবার রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এই চ্যালেঞ্জ ছুঁড়ে দেন নোবেল।

স্ট্যাটাসে গায়ক লেখেন, ‘ব্যক্তি মাঈনুল আহসান নোবেল। নামটা আকিকা করে জন্মদাতা পিতা-মাতা রেখেছেন। তবে ‘নোবেলম্যান’ অথবা আপনাদের আলোচিত-সমালোচিত, ভালোবাসার অথবা ঘৃণিত আজকের এই ‘সংগীতশিল্পী নোবেল’। এই নাম অথবা ব্যক্তিত্বের জন্মদাতা পিতা বলেন, মাতা বলেন, ভাই অথবা বোন যা-ই বলেন, সব কিন্তু ‘আপনারা’ নিজেরাই। সুতরাং মা-বাপ তুলে গালাগালি, কটুকথা, বেশি কথা যা-ই বলছেন; আমি ব্যক্তি নোবেলের বিন্দুমাত্র গায়ে লাগছে না। তাতে আপনি নিজের সন্তানকেই গালাগাল করছেন বলে আমি মনে করি।’ এর পরই চ্যালেঞ্জ জানিয়ে নোবেল লেখেন, ‘হ্যাঁ, আমি মানুষটাই তারছেঁড়া। না হলে কী ১৬৫টি দেশের ২৫ কোটি বাঙালির তার ছিঁড়তে পেরেছি? তবে মুখোমুখি, সামনে এসে ব্যক্তি নোবেলের মন্তব্য করার দুঃসাহস দেখানোর আহ্বান জানাচ্ছি। পরিণতির দায়ভার আমি নিতে পারব না। ভালো থাকবেন। অনেক ভালোবাসা। ফি-আমানিল্লাহ্।’ এই পোস্টে নোবেল কী বলতে চেয়েছেন তা বুঝে গেছেন নেটিজেনরা। তাই গায়কের পোস্টটি তারা ইতিবাচক হিসেবে নেননি। যথারীতি এখানেও তাকে গালাগাল করেছেন বহু নেটিজেন। এর আগে চোখে মুখে মাস্ক পরে ছবি শেয়ার করার জন্যও তাকে একহাত নিয়েছিল নেটিজেনদের একাংশ। প্রসঙ্গত, গায়ক হিসেবে পরিচিতি পাওয়ার পর থেকেই নোবেল যেন বিতর্কের আরেক নাম হয়ে উঠেছেন। ‘সারেগামাপা’ অনুষ্ঠানে গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদের লেখা ও সুর করা একাধিক গান গেয়ে তিনি দর্শক ও বিচারকদের বাহবা পেলেও কোনো বারই নোবেল গানগুলোর স্রষ্টা প্রিন্স মাহমুদের নাম উল্লেখ করেননি।

এ নিয়ে ফেসবুকে ক্ষোভ ঝাড়ার পর ক্ষমা চেয়ে নেন নোবেল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads