• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
জন্মদিনে ফিলিস্তিনের শিশুদের সমবেদনা জানালো সাহির

সংগৃহীত ছবি

শোবিজ

জন্মদিনে ফিলিস্তিনের শিশুদের সমবেদনা জানালো সাহির

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২০ মে ২০২১

সাহির আমান চৌধুরী, শিশু মডেল ও অভিনেতা হিসেবে ইতোমধ্যেই আলোচিত। বৃহস্পতিবার (২০ মে) সাহির ১০ বছরে পা দিল। জন্মদিনে সাহির ফিলিস্তিনের শিশুদের প্রতি সমবেদনা জানিয়েছে। সেখানে ইসরায়েলি হামলায় নিহত ও আহত শিশুদের কথা সাহির তার বাবা-মা'র কাছে শুনেছে। ফিলিস্তিনি শিশুদের দুঃখ দুর্দশার কথা শুনে তার শিশু মন কেঁদে উঠেছে। তাই এবার জন্মদিনে তার ইচ্ছা প্রকাশ করতে গিয়ে বলেছে- সেখানকার শিশুরা যেন নিরাপদে থাকে।

মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্র সাহিরের মিডিয়াতে পদার্পন ২০১৪ সালে। মডেল হিসেবে তার অংশগ্রহণ রয়েছে জুনিয়র হরলিক্স, ডানো ফুলক্রীম মিল্ক পাউডার, পেপসোডেন্ট, ফ্রেশ পানি, রানার মটর সাইকেলসহ মোট ১০৫টি বিজ্ঞাপনচিত্রে।

এ ছাড়া শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছে চ্যানেল আইয়ের ‌'সাত ভাই চম্পা', নাগরিক টিভির 'ক্যান্ডি ক্রাশ' ও আনন্দ টিভির 'তবুও ভালোবাসি'তে।

বেশ কিছু খণ্ড নাটকেও অভিনয় করেছে সাহির। এর বাইরে চ্যানেল আইয়ের আলোচিত রিয়েলিটি শো 'ক্ষুদে গানরাজ' এর উপস্থাপক হিসেবেও সুনাম কুড়িয়েছে দর্শকের।

আমানউল্লাহ আমান চৌধুরী ও সামসুন নাহার সুরভী দম্পতির প্রথম সন্তান সাহির বড় হয়ে বেছে নিতে চায় সৈনিকের জীবন। বুক চিতিয়ে লড়তে চায় দেশের শত্রুর সঙ্গে। পাশাপাশি দেশের কোনো শিশুর যেন ফিলিস্তিনি শিশুদের ভাগ্য বরণ করতে না হয়, সে চেষ্টাও করতে চায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads