• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
পরিচালক পলাশ

সংগৃহীত ছবি

শোবিজ

পরিচালক পলাশ

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২২ মে ২০২১

অভিনেতা হিসেবে জিয়াউল হক পলাশ ভীষণ জনপ্রিয়। বিশেষ করে কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ দিয়ে পলাশ আলোচনার তুঙ্গে। এ ছাড়া যেকোনো নাটকে তার উপস্থিতি মানেই দর্শকদের বাড়তি আগ্রহ। অভিনেতা হিসেবে পরিচিতি পেলেও পলাশের মনেপ্রাণে দুর্বলতা নির্মাণে। সেই ইচ্ছে থেকে ঈদে বানিয়েছেন ‘একটুখানি’ নামে একটি নাটক। এ নাটকটি বানিয়ে পরিচালক হিসেবে প্রশংসা পাচ্ছেন পলাশ।

অন্তর্জালজুড়ে পরিচালক পলাশের প্রশংসা! নাটকবান্ধব বিভিন্ন গ্রুপে সমালোচকরাও পরিচালক পলাশের ভূয়সী প্রশংসা করছেন।

‘একটুখানি’ নাটকের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন তাহসান ও তানজিন তিশা। গল্পে দেখা যায়, তারা দুজন ব্যস্ততার কারণে আলাদা থাকেন। হঠাৎ একদিন দুজনের দেখা হওয়ার পর ঘটে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা। স্মৃতিকাতর হয়ে পড়েন তারা। আলাদা সম্পর্ক আবার জোড়া লাগে!

ইউটিউব থেকে প্রায় ১০ লাখ দর্শক নাটকটি দেখেছেন। মন্তব্য করেছেন সাড়ে চার হাজার। অনেক দর্শক এ নাটকটিকে ঈদের অন্যতম সেরা একটি নাটক হিসেবে অভিহিত করেছেন। এ ছাড়া হাজারো মন্তব্যে দেখা যায়, পরিচালক পলাশের প্রশংসা ও শত শত উৎসাহ জোগানো মন্তব্য।

একটুখানি পলাশ পরিচালিত চতুর্থ নাটক। এর আগে তিনি ‘ফ্রেন্ডস উইথ বেনিফিটস’, ‘সারপ্রাইজ’, ‘ঘরে ফেরা’ নামে তিনটি নাটক পরিচালনা করেছেন। গেল অক্টোবরে শিল্পী জুনায়েদ ইভানের ‘নিজের জন্য’ নামে একটি মিউজিক ভিডিও পরিচালনা করেছেন পলাশ। পাশাপাশি সাবিলা নূরকে নিয়ে ‘অপো’ মোবাইলের ওভিসিও নির্মাণ করেছিলেন।

‘একটুখানি’ প্রসঙ্গে পলাশ বলেন, এটি খুব সাধারণ গল্প। এই সময়ে মানুষ পছন্দ করবে কি না কনফিউজড ছিলাম। কিন্তু প্রচারের পর মানুষ এত চমৎকারভাবে পছন্দ করবে ভাবিনি। মানুষের এই ভালোবাসা অপ্রত্যাশিত। দর্শকদের সুন্দর সুন্দর মন্তব্য আমাকে স্পর্শ করছে। পাশাপাশি আমাদের শ্রদ্ধাভাজন কয়েকজন গুণী শিল্পী ফোন করে শুভকামনা জানিয়েছেন, আমি খুবই সারপ্রাইজড হয়েছি!

জিয়াউল হক পলাশ ও কাজল আরেফিন অমির চিত্রনাট্যে ‘একটুখানি’র এক্সকিউটিভ প্রযোজক মাসুদুল হাসান। ঈদে টেলিভিশনে প্রচারের পর নাটকটি দেখা যাচ্ছে ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউবে। তানসান-তিশা ছাড়াও নাটকে দেখা গেছে শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মাকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads