• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
অভিনয়ে ফিরবেন সাবিলা

সংগৃহীত ছবি

শোবিজ

অভিনয়ে ফিরবেন সাবিলা

  • প্রকাশিত ২৭ জুন ২০২১

নাটক হোক কিংবা চলচ্চিত্রই হোক অথবা শোবিজের যে কোনো শাখাতেই হোক-প্রায় প্রতিটি শাখাতেই পারফর্মারের একটা সংকট চলছে। বিশেষ করে নাটকে পুরানো একই মুখ ঘুরেফিরে ঘন ঘন আসায় ড্রয়িংরুম মিডিয়াতেও বিরক্তি ভর করেছে। দর্শকরা নতুন নতুন পারফর্মার চাচ্ছেন। সেই চাহিদা পূরণে সামপ্রতিক সময়ে যে কয়জন পারফর্মার দর্শকের নজরে আসতে পেরেছেন তার মধ্যে সাবিলা নূর অন্যতম। অভিনয় এবং মডেলিংয়ে খুব সহজেই নিজের মেধা, যোগ্যতার মাধ্যমে দেশীয় শোবিজে শক্ত একটা অবস্থান তৈরি করে নিয়েছেন তিনি।নূর নামের স্বার্থক পরিচয় মেলে তার কাজেও। কাজ দিয়েই আলোয় আলোকিত করে চলেছেন সাবিলা নূর। একের পর এক ছড়িয়ে যাচ্ছেন তার অভিনয়ের দ্যুতি।

আপাতত করোনার কারনে নতুন কোন কাজ করছেন না এই তারকা।যেসব কাজ করার কথা ছিল। করোনার কারণে তাও বন্ধ আছে। বর্তমানে নাটক ছাড়া অন্য কোনো মাধ্যমে কাজ করছেন কিনা জানতে চাইলে নতুন প্রজন্মের এ অভিনেত্রী বলেন, ‘নাচের ওপর আমার একটা ডিপ্লোমা করা আছে বুলবুল ললিতকলা একাডেমি থেকে। ২০০৭ সালে আমি এই ডিপ্লোমা সম্পন্ন করেছি। নাটকে আসার আগে আমি নাচই করতাম। কিন্তু নাচের ওপর অনুষ্ঠান আগের মতো হচ্ছে না। অনেক কমে গেছে। ইচ্ছে থাকা সত্ত্বেও নাচের কোনো কাজ করতে পারছি না।’

টিভির দর্শক সিনেমার দর্শকের মতো নয়। এক্ষেত্রে যদি একই মুখ ঘুরেফিরে দেখা যায়, তখন দর্শকের মধ্যে একটা বিরক্তি ভর করে। এই বিরক্তির বিষয়ে সাবিলার মন্তব্য, ‘আসলে এটা ইন্ডাস্ট্রির ব্যাপার। একই মুখ ঘুরেফিরে দেখলে দর্শক বিরক্ত হয় কিনা এটা আমার জানা নেই। তবে নাটকে একইরকম গল্প ঘুরেফিরে আসার কারণেও দর্শক বিরক্ত হতে পারে। এই যে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এত বছর ধরে কাজ করছেন তিনি, তার ক্ষেত্রে তো এমন হচ্ছে না। তার ভিউয়ের সংখ্যাও অসংখ্য। এখন এত প্ল্যাটফরম সোশ্যাল মিডিয়ায়, এত রকম কাজ হচ্ছে, তারপরও তো নির্মাতারা তার ওপর থেকে আস্থা হারাচ্ছেন না। দর্শকরা যদি একই মুখ ঘন ঘন দেখে বিরক্ত হতো, তাহলে তো নির্মাতারা তাদের নিয়ে নাটক বানাতেন না।’ চলচ্চিত্রে আসার ইচ্ছে রয়েছে কিনা জানতে চাইলে সাবিলা বলেন, ‘আমি আসলে নাটকের অভিনয়টা খুবই ভালো উপভোগ করছি। এটা এখন আমার ভালো লাগার একটা জায়গা হয়ে গেছে। চলচ্চিত্রে অভিনয় করব না- তা নয়। যদি ভালো সুযোগ পাই, ভালো কোনো গল্প হলে অবশ্যই চলচ্চিত্রেও অভিনয় করব। যে কোনো ভালো কাজ করার ইচ্ছা আমারও আছে।’

করোনার কারণে এ উজ্জ্বল প্রতিভার কাজ আপাতত বন্ধ থাকলেও পরিস্থিতি স্বাভাবিক হলে আবার তার অভিনয়ের দ্যুতিতে আলোকিত হবে নাট্যাঙ্গন-এটাই তার ভক্তদের প্রত্যাশা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads