• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

শোবিজ

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে কবীর সুমন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৮ জুন ২০২১

শ্বাসকষ্ট, জ্বর নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছেন সঙ্গীতশিল্পী কবীর সুমন।

আজ সোমবার ভোরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন সুমন। খবর আনন্দবাজার পত্রিকার।

হাসপাতাল সূত্রে খবর, ভর্তির সময় সুমনের শরীরে অক্সিজেনের মাত্রা ছিল ৯০। এই মুহূর্তে অক্সিজেন দিতে হচ্ছে শিল্পীকে। অন্যান্য ওষুধও চলছে। সুমনের কোভিড-১৯ পরীক্ষাও করা হয়েছে। তবে রিপোর্ট এখনো আসেনি। ৭২ বছর বয়সী শিল্পীর বুকের এক্স-রে, স্ক্যান ও রক্তপরীক্ষা করা হবে।

গানের মানুষ কবীর সুমন তৃণমূলের হয়ে যাদবপুর থেকে লোকসভার সাংসদ হন। যদিও পরবর্তীকালে দলের সঙ্গে তার দূরত্ব কিছুটা বেড়েছিল। পরে তা মিটেও যায়।

এই শিল্পী ভারতের নাগরিকত্ব আইন নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূলের সুরে বার বার সরব হতে দেখা গেছে। বয়সজনিত কারণে ইদানীং মাঝে মধ্যেই তার শারীরিক সমস্যা দেখা যায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads