• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
নিশিতা বড়ুয়ার কণ্ঠে ‘রক্তমাখা সিঁড়ি’

সংগৃহীত ছবি

শোবিজ

নিশিতা বড়ুয়ার কণ্ঠে ‘রক্তমাখা সিঁড়ি’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৫ আগস্ট ২০২১

আমি দেখেছি সিঁড়ি বেয়ে/ কেমন করে পিতার বুকের রক্ত ঝরে/আমি দেখেছি দু'চোখ বেয়ে/ কেমন করে ভোরের শিশির ঝরে- এমন কথার  গানটি লিখেছেন গীতিকার সুজন হাজং।  

'রক্তমাখা সিঁড়ি' শিরোনামের এ  গানটিতে বৃহস্পতিবার মগবাজারের ডি স্টেশন স্টুডিওতে কণ্ঠ দিয়েছেন নিশিতাবড়ুয়া। 

এর সুর ও সংগীত আয়োজন করেছেন সুমন কল্যাণ। 

গান প্রসঙ্গে গীতিকার সুজন হাজং  বলেন, পিতার রক্তমাখা সিঁড়ি বে য়েই যেন বাংলাদেশ।  আমাদের নদী, ভোরের শিশির, ঝর্ণা যেন পিতার  বুকের রক্তে রঞ্জিত। আমি মনে করি, এই গানটিতে নতুন প্রজন্ম বঙ্গবন্ধুকে তাদের চেতনার বাতিঘরে খুঁজে পাবে।কারণ আমি এই গানটির  মাধ্যমে বঙ্গবন্ধুকে আমাদের বাংলা ও বাঙালির চেতনা, প্রকৃতি ও অস্তিত্বের সাথে এক করেছি। 

নিশিতা বড়ুয়া বলেন, গানের কথা কাব্যিক ও শ্রুতিমধুর। সুর ও সঙ্গীত হৃদয়স্পর্শী। বঙ্গবন্ধুকে নিয়ে এই গানটি গাইতে পেরে আমি গর্বিত।আশা করি, গানটি গণমানুষের হৃদয় ছুঁয়ে যাবে। 

গানটি (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে সুজন হাজংয়ের ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads