• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

শোবিজ

বব ডিলানের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৭ আগস্ট ২০২১

সাহিত্যে নোবেলজয়ী কিংবদন্তি মার্কিন গীতিকবি ও গায়ক বব ডিলানের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে।

নিউইয়র্কের একটি আদালতে বব ডিলানের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেছেন এক নারী। তার দাবি, প্রায় ৬০ বছর আগে বয়স যখন মাত্র ১২ বছর ছিল তখন তাকে যৌন নিগ্রহ করেন মার্কিন রক ও ফোক লিজেন্ড বব ডিলান।

মামলার অভিযোগে বলা হয়েছে, ১৯৬৫ সালের এপ্রিল থেকে মে মাসের মধ্যে প্রায় ৬ সপ্তাহ ধরে অভিযোগকারিণীর ওপর নির্যাতন চালান বব ডিলান। তারকা খ্যাতির সুযোগ নিয়ে বব ডিলান ওই বালিকাকে মদ্যপান ও ড্রাগ সেবনে বাধ্য করতেন। নেশার সুযোগ নিয়ে লাগাতার যৌন নির্যাতন করেছেন।

ওই নারী আরও জানান, নিউইয়র্কে বিখ্যাত চেলসিয়া হোটেলে বব ডিলানের বিলাসবহুল অ্যাপার্টমেন্টেই নির্যাতন চালানো হয়েছে তার ওপর।

৬০ বছর আগে যৌন নির্যাতনের এই অভিযোগ নিয়ে এক বিবৃতিতে বব ডিলানের মুখপাত্র জানিয়েছেন, এসব দাবি মিথ্যা এবং যার কোনো প্রমাণ নেই। অবশ্যই মিথ্যা অভিযোগের যোগ্য জবাব ফিরিয়ে দেওয়া হবে।

বর্তমানে ৮০ বছর বয়সী জীবন্ত কিংবদন্তি বব ডিলানকে সর্বকালীন সেরা গায়ক-গীতিকার মর্যাদা দেয়া হয়। তার সেরা সৃষ্টির মধ্যে অন্যতম ব্লোয়িং ইন দ্য উইন্ড, দ্য টাইমস দে আর আ চেঞ্জিং এবং লাইক আ রোলিং স্টোনের মতো গান।

১৯৬০ এর দশকে বব ডিলানের সংগীত জীবনের শুরু। এখনও পর্যন্ত মোট সাড়ে ১২ কোটি রেকর্ড বিক্রি হয়েছে সারা বিশ্বে। ২০১৬ সালে তাকে সাহিত্যে নোবেল সম্মান দেওয়া হয়। মানুষের অধিকার আদায়ের আন্দোলন সবসময় তাকে সোচ্চার দেখা গেছে। ববডিলানের বেশিরভাগ গানেই মানবিক আবেদন খুঁজে পাওয়া যায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads