• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
মাইলস ছাড়লেন শাফিন আহমেদ

সংগৃহীত ছবি

শোবিজ

মাইলস ছাড়লেন শাফিন আহমেদ

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৮ নভেম্বর ২০২১

এর আগেও একাধিকবার মাইলস ছেড়ে দিয়ে আবারো ব্যান্ডটিতে যোগ দিয়েছিলেন শাফিন আহমেদ। নতুন করে আবার মাইলস ছাড়ার ঘোষণা দিলেন এই রক তারকা। গত শনিবার রাত ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিওবার্তায় বিষয়টি জানান মাইলসের এই গায়ক।

তিনি বলেন, ‘মাইলসের সঙ্গে আমার পথচলা সেই ১৯৭৯ সাল থেকে। বহু বছর পার হয়ে গেছে। অনেক বছর সময় দিয়েছি, শ্রম দিয়েছি। অনেক ক্রিয়েটিভ কাজ হয়েছে। মাইলসের যে অবস্থান আজকে, সেটার পেছনে আমার কতটুকু অবদান, সেটা আপনাদের অনেকেই জানেন। তবে, একটা সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হয়েছি সম্প্রতি। সেটা হচ্ছে, এ বছরের শুরু থেকে-মাইলসের বর্তমান লাইনআপের সাথে আমার পক্ষে মিউজিকের কোনও কার্যক্রম করা সম্ভব হচ্ছে না। আমি সিদ্ধান্ত নিয়েছি-আমি এই লাইন আপের সাথে মিউজিক করা থেকে বিরত থাকব।’ শাফিনের ভাষ্য, ‘সংগীত জগতে আমার পথচলা খুব স্বাভাবিক এবং আগের মতোই থাকবে।’

তিনি আরও বলেন, ‘আমার একটা প্রত্যাশা থাকবে, মাইলস নামটার যেন অপব্যবহার না হয়। মাইলসকে নিয়ে আমরা চল্লিশ বছর উদযাপন করেছি- খুব গৌরবোজ্জ্বলভাবে। আমরা যদি একসাথে কাজ না করতে পারি, তাহলে মাইলসের যে কার্যক্রম তা এখনই স্থগিত করা উচিত। এবং এটাই আমি মনে করি বেস্ট ডিসিশন। সুতরাং আমার প্রত্যাশা থাকবে, অন্য কেউ যেন মাইলস নামটার অপব্যবহার না করে।’ ভিডিওর ক্যাপশনে শাফিন লেখেন, ‘দীর্ঘদিনের অন্যায় ও ভুল কার্যক্রমের প্রেক্ষিতে আমি এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।’ উল্লেখ্য, এর আগে ২০১০ সালে এবং ২০১৭ সালে দুইবার ব্যক্তিগত কারণ দেখিয়ে ব্যান্ড থেকে সরে দাঁড়ান শাফিন। আবার ফিরেও আসেন। মাইলসের বর্তমান সদস্যরা হলেন : শাফিন আহমেদ ( বেজ গিটার, কণ্ঠ), হামিন আহমেদ (গিটার, কণ্ঠ), মানাম আহমেদ (কি-বোর্ড), ইকবাল আসিফ জুয়েল (গিটার) ও সৈয়দ জিয়াউর রহমান তূর্য (ড্রামস)।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads